Lovely Maitra: 'দল থাকলেই রোজগার হবে', দলীয় কর্মীদের কেন হুঁশিয়ারি লাভলির?
Sonarpur News: কর্মী সম্মেলন ডাকা হয়েছিল। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন অনেকেই। ওই এলাকায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই সম্মেলনে না আসায় ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক লাভলি মৈত্র।
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা: দলীয় কর্মীরা কীভাবে রোজগার করেন, সব তাঁর জানা রয়েছে- কার্যত এই ভাষাতেই দলীয় কর্মীদের সতর্ক করলেন বিধায়ক। এখানেই শেষ নয়, দলের কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল- তাঁর বক্তব্য।
কী বলেছেন বিধায়ক?
সোনারপুর (Sonarpur South) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র (Lovely Maitra) বলেছেন, 'মানুষ ভোট দিচ্ছে, কিন্তু আপনারা দায়িত্ব পালন করছেন না। যে বুথের ফল খারাপ হবে, লিড পাব না, সেই বুথ থেকে সভাপতি সহ সদস্য, সবাইকে ইস্তফা দিতে হবে। গ্রুপবাজি চলবে আর দল শেষ হয়ে যাবে, এটা চলবে না।' তিনি আরও বলেছেন, 'দল থাকলেই রোজগার হবে, কে কীভাবে রোজগার করেন সব জানা আছে।' বিধায়কের এই বক্তব্য ঘিরে কার্যত শোরগোল শুরু হয়েছে। তিনি আরও বলেন, 'এক মাস, দু'মাস খুব বেশি হলে, তারপরে পার্লামেন্ট ইলেকশন। একটা একটা কর্মী সম্মেলন হচ্ছে, বুথ ভিত্তিক কর্মী সম্মেলন, সেখানে অর্ধেক লোক আসে না। ক্লাবের বুথ কমিটির লিস্টে আমাকে নাম দেওয়া হয়েছে, তাদের মধ্য়ে অনেকে অনুপস্থিত। উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই, এটা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশ। আমাদের রাজ্য সরকারের কাজ চলছে। উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ... জন্য প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছেন, যারা কোনও দলেরই না। সকালে তৃণমূল, রাতে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে।'
লোকসভা নির্বাচন (Parliament Election 2024) সামনেই। তার আগে প্রতাপনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস (TMC) এর ডাকে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন ছিল। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন অনেকেই। ওই এলাকায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই সম্মেলনে না আসায় ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক লাভলি মৈত্র। লোকসভা নির্বাচনের আগে একটি কর্মী সম্মেলনে কেন এত অনুপস্থিতি থাকবে তা নিয়ে বলতে গিয়ে তিনি আরও দাবি করেন, বুথে ভাল ফল না হলে মমতা ও অভিষেকের সঙ্গে কথা বলে দায়িত্ব নিয়ে তিনি ওই বুথে দায়িত্বে থাকা সবাইকে সরিয়ে দেবেন। তার সঙ্গেই তুলে আনেন 'রোজগারের' প্রসঙ্গও।
এই বিষয়টি নিয়ে তুমুল কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেস করা মানে রোজগার করা। তৃণমূল মানে টাকা তোলো, পদ কেন।'
আরও পড়ুন: '৭ হাজার কোটি টাকা অতিরিক্ত ঋণের আবেদন করতে বলেছেন মুখ্যমন্ত্রী', শুভেন্দুর দাবিতে হইচই