Sougata Roy: মমতাই প্রথম ও শেষ কথা, তাঁর ছবি ছিল, এটাই যথেষ্ট: সৌগত রায়
TMC: 'পার্টিতে মমতাই শেষ কথা, আর কেউ নন,' মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
কলকাতা: তৃণমূলে ছবি-বিতর্ক ও আদি-নব্য 'দ্বন্দ্ব' নিয়ে এবার মুখ খুললেন সৌগত রায় (Sougata Roy)। কুণালের (Kunal Ghosh) পর বিস্ফোরক সৌগত। যা নিয়ে বিতর্ক আরও জোরালো। তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ও শেষ কথা, তাঁর ছবি ছিল, এটাই যথেষ্ট। অভিষেক যুব সমাজের কাছে গ্রহণযোগ্য নেতা, তার জন্য ছবি থাকতে হবে, এমন কোনও কথা নেই।'
সম্প্রতি, নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচি ছিল শুধুই মমতাময়। মঞ্চে ছিল না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি।আর তা নিয়েই সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন কুণাল ঘোষ। দলের রাজ্য সাধারণ সম্পাদক বলেছিলেন, “অভিষেকের বোধ হয় মঞ্চে দৃশ্যত শারীরিকভাবে না আসতে পারলেও, অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল।’’ ছবি নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।
বর্ষীয়ান তৃণমূল সাংসাদ এদিন বলেন, “পার্টিতে মমতাই শেষ কথা, আর কেউ নন।’’ সৌগত রায়ের কথায়, “তরুণদের সুযোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ্যদের মর্যাদা দেন তিনি। মমতাকেই তো ঘুরে ঘুরে প্রার্থীদের জেতাতে হয়। কুণাল যা বলেছিলেন, সেটা সিপিএমের বৃদ্ধতন্ত্র নিয়ে ওর মতামত। বিমান বসুর বয়স ৮০-এর বেশি, তিনি তো এখন সম্পাদক নেই। সিপিএমে এখন তরুণরা আছে, প্রমোদ দাশগুপ্তর সময় থেকেই বৃদ্ধতন্ত্র শেষ হয়ে গেছে। বিজেপিতে বয়সসীমা ৭৫, তৃণমূলে তো এমন কোনও নিয়ম নেই অভিষেক দু-একবার বলেছিলেন, তবে সেটা জোরালো নয়।সেদিন চূড়ান্ত কথা মমতা বলে দিয়েছেন।'
পাল্টা কুণাল ঘোষ বলেন, "১৯৯৩ সালের ২১শে জুলাই যখন মমতা বন্দ্য়োপাধ্য়ায় রাস্তায় মহাকরণ অভিযানের দিন খুন করার চেষ্টা করেছিল সিপিএম আর পুলিশ, আমি অচৈতন্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে পুলিশের গাড়ি থেকে আমার গাড়িতে তুলে, আমি তখন অন্য় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক, সেখান থেকে তুলে এনে হসপিটাল অবধি নিয়ে গেছিলাম, সেখানেও তো অধ্য়াপক রায় ছিলেন গাড়িতে। ফলে, নতুন-পুরনো... অধ্য়াপক রায় আবার তৃণমূল গঠনের সময় তিনি তো তৃণমূলে আসেননি। তিনি তো প্রথম নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সবথেকে বড় কথা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধেই প্রার্থী হয়েছিলেন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।