Calcutta High Court: আদালতের চাপে বাধ্য হয়ে মামলা প্রত্যাহার, হাইকোর্টে স্বস্তি সৌমেন্দু অধিকারীর
Soumendu Adhikari: হাইকোর্টে স্বস্তি কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর। আদালতের চাপের মুখে বাধ্য হয়ে মামলা প্রত্যাহার করলেন আইনজীবী।
সৌভিক মজুমদার, কলকাতা: হাইকোর্টে (Calcutta High Court) স্বস্তি কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর (Case Against Soumendu Adhikari Withdrawn)। আদালতের চাপের মুখে বাধ্য হয়ে মামলা প্রত্যাহার করলেন আইনজীবী। মামলা প্রত্যাহার না করলে জরিমানা করা হবে, হুঁশিয়ারি দিলেন প্রধান বিচারপতি। সৌমেন্দুর বিরুদ্ধে প্রভাতকুমার কলেজের গভর্নিং বডির সভাপতি থাকাকালীন আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল। আর্থিক দুর্নীতিক অভিযোগে জনস্বার্থ মামলা করেন এক আইনজীবী। 'এটা এক ব্যক্তির বিরুদ্ধে আর এক ব্যক্তির অভিযোগ। এটা জনস্বার্থ মামলা হবে কেন?' প্রশ্ন করেন প্রধান বিচারপতি। আরও সংযোজন, 'আপনারা রাস্তায় গিয়ে মারামারি করুন। ভোটের বুথে মারামারি করুন। পুলিশ কোর্টে যান, সিঙ্গল বেঞ্চে যান। জনস্বার্থ মামলা কেন?' প্রশ্ন করেন প্রধান বিচারপতি।
বিশদ...
মামলাকারীর অভিযোগ ছিল, কাঁথির প্রভাতকুমার কলেজের গভর্নিং বডির সভাপতি থাকাকালীন আর্থিক দুর্নীতি করেছিলেন সৌমেন্দু। সেই মর্মে এই জনস্বার্থ মামলা দায়ের হয়। যদিও প্রধান বিচারপতির বক্তব্য, এই ধরনের মামলা কখনওই জনস্বার্থ মামলার বিষয়বস্তু হতে পারে না। অন্য যে কোনও মামলার বিষয়বস্তু হতে পারে এটি। এক ব্যক্তির সঙ্গে আর এক ব্যক্তির সংঘাত এটি, আরও দাবি প্রধান বিচারপতির। অবিলম্বে মামলা প্রত্যাহার না করা হলে মামলাকারীর আইনজীবীকে আর্থিক জরিমানারও হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি। সেই হুঁশিয়ারির প্রেক্ষিতেই মামলা প্রত্যাহার করা হয়। লোকসভা ভোটের আগে এটি নিঃসন্দেহে স্বস্তি জোগাবে কাঁথির বিজেপি প্রার্থীকে। তাঁর আইনজীবীদের সওয়াল ছিল, যে কোনও ধরনের ভোটের আগেই এই ধরনের অভিযোগ ইচ্ছাকৃত ভাবে করা হয়। পুরসভা ভোট, বিধানসভা নির্বাচনের আগেও এই ধরনের অভিযোগ করা হয়েছিল। তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই ধরনের মামলা করা হয়। তবে আজকের পর এই ধরনের মামলার আর কোনও অস্তিত্ব রইল না। এর আগে, গত ফেব্রুয়ারি মাসে, রাঙামাটি শ্মশানের জমি থেকে বাতিস্তম্ভ, একাধিক দুর্নীতি মামলায় কাঁথি থানায় ডেকে পাঠানো হয়েছিল সৌমেন্দুকে।
রাজনৈতিক প্রেক্ষাপট...
পরিবারের এক ছেলে, তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন আগেই। নন্দীগ্রাম থেকে পদ্মফুল চিহ্নে জিতে এখন তিনি, শুভেন্দু অধিকারী বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা। তার পর, এবার লোকসভা ভোটে সৌমেন্দু অধিকারীকে কাঁথি থেকে প্রার্থী করল বিজেপি। যদিও, এই ধরনের কিছু যে ঘটতে চলেছে সেটি মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে যে দলের দূরত্ব কয়েক আলোকবর্ষ দূরের, সেটা বুঝে গিয়েছিলেন অনেকেই। এবার প্রার্থী হলেন সৌমেন্দু।
আরও পড়ুন:'আমি কী করে বলব, কী করে হল!' ৫ ফুটের উপর ৫ তলা বাড়ি প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদের