SSC Case: 'নবান্ন চলো' অভিযানে পাশে থাকার আহ্বান ফিরিয়ে 'রাজনীতিতে জড়াবেন না' জবাব সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Sourav Ganguly: গত ১৫ এপ্রিল সন্ধেয় চাকরিহারা ঐক্যমঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল সৌরভের বেহালার বাড়িতে। উপলক্ষ ছিল নবান্ন অভিযানে তাঁকে আমন্ত্রণ। কিন্তু তা সম্ভব হয়নি।

কলকাতা: সুপ্রিম কোর্টে এক নির্দেশে তোলপাড় বঙ্গ রাজ্য রাজনীতি। দুর্নীতি ইস্যুতে এক লহমায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার। আগামী ২১ তারিখে ১২টি মঞ্চের তরফে 'নবান্ন চলো'-র ডাক দেওয়া হয়েছে। সেই অভিযানে চাকরিহারাদের তরফে বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) পাশে থাকার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বান ফিরিয়ে দিলেন সৌরভ।
গত ১৫ এপ্রিল সন্ধেয় চাকরিহারা ঐক্যমঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল সৌরভের বেহালার বাড়িতে। উপলক্ষ ছিল 'নবান্ন চলো' অভিযানে (Nabanna Chalo Rally) তাঁকে আমন্ত্রণ। কিন্তু তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সৌরভের সঙ্গে তাঁরা দেখা তো তাঁরা করতে পারেনইনি, উল্টে ঠাকুরপুকুর থানার পুলিশ গিয়ে তাঁদের থামিয়ে থানায় নিয়ে যায়। এরপর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পক্ষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আয়োজন করে দেওয়া সম্ভব না হলে, ২১শে এপ্রিল তাঁদের নবান্ন অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায় যাতে পাশে থাকেন অন্তত সেই আহ্বান জানিয়েছিলেন চাকরিহারারা। তবে তাঁদের খালি হাতেই ফিরিয়ে দিলেন সৌরভ।
আজ এবিষয়ে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি নিজেকে এসবের থেকে দূরত্ব বজায় রাখারই চেষ্টা করেন। সৌরভ বলেন, 'আমাকে রাজনীতিতে জড়াবেন না। সৌরভ বরাবরই সরাসরি কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রেখেছেন। এক্ষেত্রেও এমনটাই হল।
প্রসঙ্গত, ২১ তারিখের আগেও কিন্তু শহরজুড়ে চাকরিহারাদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। আজ চাকরি বাতিলকাণ্ডে তোলপাড়ের মধ্য়েই ফের পথে নামলেন চাকরিহারারা। পুরুলিয়া থেকে শিলিগুড়ি দিকে দিকে তাঁদের মিছিল, প্রতিবাদ আয়োজিত হল। এই চাকারিহারাদের পাশে দাঁড়িয়ে বাঁকুড়ায় বিজেপিও মিছিল বের করে। প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঘিরে উত্তাল রাজ্য।
এরই মধ্যে SSC ও রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোগ্য বলে চিহ্নিত নন শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। যদিও তাতে খুশি নন চাকরিহারারা। এই প্রেক্ষাপটেই চাকরি ফেরানোর দাবিতে শুক্রবার, ১৮ এপ্রিল জেলায় জেলায় উঠল প্রতিবাদের গর্জন। কোথাও প্রতিবাদ মিছিল, তো কোথাও আবার চলল প্রতীকী অনশন। যেমন মালদায় চলল অনশন, পুরুলিয়ায় হল প্রতিবাদ মিছিল, পূর্ব বর্ধমানে গণস্বাক্ষর করলেন চাকরিহারা। শিলিগুড়িতেও পথে নামেন তাঁরা। চাকরিহারাদের পাশে দাঁড়াতে ১২ ঘণ্টার প্রতীকী অনশন শুরু করেন মালদার শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠনও। সকাল আটটা থেকে ইংরেজবাজার শহরে পোস্ট অফিস মোড়ে অনশন শুরু করেন ১০ জন শিক্ষিক ও শিক্ষিকা। সব মিলিয়ে এই ঘটনায় যে রাজ্য, রাজনীতি উত্তাল, তা বলাই বাহুল্য।






















