Anaya Bangar: 'ক্রিকেটাররা আমায় নগ্ন ছবি পাঠাত' দাবিতে বিস্ফোরক সঞ্জয় বাঙ্গার সন্তান অনয়া
Sanjay Bangar: বাবা ,সঞ্জয় বাঙ্গার পরিচিত মুখ হওয়ায় তাঁকে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে হত বলে জানান সন্তান অনয়া।

নয়াদিল্লি: তাঁর বাবা ভারতীয় দলের তারকা প্রাক্তনী। বিরাট কোহলিদের দীর্ঘদিন কোচিংও করিয়েছেন তিনি। সেই সঞ্জয় বাঙ্গারের সন্তান আরিয়ান যখন গত বছর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্য়মে নিজের লিঙ্গ বদল ঘটিয়েছিলেন, তখন চারিদিকেই শোরগোল পড়ে গিয়েছিল। আরিয়ানের অনয়া (Anaya Bangar) হওয়ার সফরটা একেবারেই সহজ ছিল না। মূলত তাঁর বাবার নাম সঞ্জয় বাঙ্গার হওয়ায় তিনি আরও বেশি করে প্রচারের আলোয় আসেন তিনি। এবার এই বদলের সফরে তাঁর না না বাধা, বিপত্তি নিয়ে অকপট অনয়া।
অনয়া অতীতে যশস্বী জয়সওয়াল, সরফরাজ খানদের মতো ভারতীয় ক্রিকেটের পরিচিত তারকাদের সঙ্গে ২২ গজ ভাগ করেছেন। খেলেছেন মুম্বইয়ের ক্লাব ক্রিকেট। তাই শুধু নিজের বাবার সূত্রেই নয়, অনয়া নিজেও ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবার এই ক্রিকেট জগত নিয়েই বিস্ফোরক সঞ্জয় বাঙ্গার সন্তান। তাঁর দাবি ক্রিকেট জগতে অনেক ইনসিকিওরিটি রয়েছে। এই জগতের সঙ্গে অনেকেই তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন এমনকী নগ্ন ছবি পাঠিয়ে বিব্রত পর্যন্ত করেছেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অনয়া জানান, 'অনেকে যেমন আমার পাশে দাঁড়িয়েছেন, তেমনই অনেকে আমায় বিব্রতও করেছেন। এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা বলা নেই, কওয়া নেই আমায় তাদের নগ্ন ছবি পাঠাত। আমায় সবসময় নিজের পরিচয় লুকিয়ে রাখত হত কারণ আমার বাবা একজন নামি ব্যক্তিত্ব।'
অনয়ার দাবি তাঁকে যে শুধু অনলাইনেই কটূক্তির শিকার হতে হয়েছে, তেমন নয়। তিনি একদমই সামনাসামনিও কুপ্রস্তাব পেয়েছেন। 'এক ব্যক্তি আমায় সবার সামনে গালিগালাজ করত এবং সেই আবার সুযোগ বুঝে আমার পাশে এসে আমার ছবি চাইত। আরেকটা ঘটনা না বললেই নয়। আমি যখন ভারতে ছিলাম, তখন একজন বয়স্ক ক্রিকেটারকে আমি আমার পরিস্থিতির কথা জানাই। সে আমায় বলে যে চল আমার গাড়িতে চল, আমি তোমার সঙ্গে শুতে চাই।' বলেন তিনি।
বর্তমানে অনয়া বিলেতে থাকেন। একদা ক্রিকেট খেললেও, বর্তমানে লিঙ্গ বদলের পর তাঁর সামনে আর সেই সুযোগ নেই। কারণ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির নিয়ম। আইসিসির নিয়ম অনুযায়ী রূপান্তরিত মহিলারা কোনওরকম আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে মহিলাদের প্রথম ও দ্বিতীয় স্তরের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। সেই নিয়মই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও লাগু করেছে। ফলে আপাতত অনয়ার আর ক্রিকেটটা খেলা হচ্ছে না।




















