South 24 paragana: তোলার টাকা না পেয়ে প্রোমোটারকে মারধর, হাসপাতালে দুষ্কৃতী
শূন্যে এক রাউন্ড গুলি চালানোর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল।
রঞ্জিত হালদার দক্ষিণ ২৩ পরগনা: তোলার টাকা না পেয়ে প্রোমোটারকে মারধর ও শূন্যে এক রাউন্ড গুলি চালানোর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল। গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের উকিলপাড়ায় এই ঘটনা ঘটেছে।
নির্মাণকাজ যেখানে চলছে সেখানে প্রোমোটারের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। অভিযোগ, শূন্যে ১ রাউন্ড গুলি চালানো হয়।আগ্নেয়াস্ত্রর বাঁট দিয়ে মারধর করা হয় প্রোমোটারকে। সেই সময় কাছেই ছিল পুলিশ। চিত্কার শুনে পুলিশ কর্মীরা ছুটে গিয়ে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। ততক্ষণে এলাকার লোকজন জড়ো হয়ে ওই দুষ্কৃতীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পুলিশ কর্মীরাই দুষ্কৃতীকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে ভর্তি করে। অভিযোগ দায়ের হয়েছে বারুইপুর থানায়। যদিও শূন্য গুলি চালানোর কথা পুলিশ অস্বীকার করেছে।
জানা গিয়েছে, প্রোমোটারের কাছে ৫ লক্ষ টাকা প্রটেকশন মানির দাবি করে স্থানীয় দুষ্কৃতী। প্রোমোটার তা দিতে অস্বীকার করায় বন্দুকের বাট দিয়ে মারধর করে শুন্যে এক রাউন্ড ফায়ার ও প্রাণে মারার হুমকিও দেয়। ওই দুষ্কৃতীর নাম টুকান দাস। স্থানীয় ঐ দুষ্কৃতীর এলাকায় একটি ফ্ল্যাটের কাজ শুরু করতে চলেছেন ওই প্রোমোটার। আর সেই জন্য ৫ লক্ষ টাকা দাবি করে টুকান দাস নামে ওই দুষ্কৃতী। তা নিয়েই শুরু হয় বচসা। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল এক জন পুলিশ কর্মী। প্রকাশ্যে বন্দুক নিয়ে একজনকে প্রাণে মারার হুমকি দিতে দেখে সে ঐ পুলিশকর্মী ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীর দুস্কৃতির হাত থেকে বন্দুকটি কেড়ে নেয়। এরপরে স্থানীয়রা ঘিরে ধরে দুষ্কৃতীকে দেয় গণধোলাই। খবর যায় বারুইপুর থানার পুলিশের কাছে। বারুইপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। তারা গুরুতর আহত অবস্থায় সেই দুষ্কৃতীকে উদ্ধার করে। পাশাপাশি উদ্ধার করা হয় বন্দুক। গুরুতর আহত অবস্থায় দুষ্কৃতীকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসার পর তাকে গ্রেফতার করে পুলিশ।
যদিও টুকান দাস নামের দুষ্কৃতী কয়েক মাস আগেই সংবাদের শিরোনামে উঠে এসেছিল। সোনারপুর থেকে তার প্রেমিকাকে অপহরণ করে এনেছিল বারুইপুরের বাড়িতে। পুলিশ অপহৃত মহিলাকে উদ্ধার করতে গেলে সে পুলিশ কে মারধর করে, এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে যায়। সেই ঘটনায় ৭ দিন আগে সে জেল থেকে মুক্তি পেয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে জেল থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহের মধ্যে আবার কি করে ওই দুষ্কৃতী বন্দুক জোগাড় করল।
সোমবার গভীর রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত প্রোমোটার দেবাশীষ দাস। গোটা ঘটনার তদন্ত শুরু করলেও গুলি চলার ঘটনা অস্বীকার করেছে পুলিশ।
অন্যদিকে, রায়গঞ্জের দেবীনগরে শ্যুটআউটের ঘটনা ঘটেছে। বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ২ মহিলা সহ গুলিবিদ্ধ ৩ জন, মৃত ১ মহিলা। গুলিবিদ্ধদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়ে মৃত ১ মহিলা। এদিন ৩ থেকে ৪ জনের দুষ্কৃতীদল গুলি চালায় বলে অভিযোগ। কী কারণে গুলি? তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
গত ২৩ সেপ্টেম্বর বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। বাধা দেওয়ায় গৃহকর্তার ৭০ বছরের মায়ের মাথায় রডের বাড়ি দেওয়া হয়। ভয়ঙ্কর এই ছবি রায়গঞ্জ শহরের। ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে চাঞ্চল্য ছড়ায়। এদিন ভোরে ঘটনাটি ঘটে। রায়গঞ্জ শহরে বন্দর আদি মন্দিরের সেবায়েত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। মন্দির লাগোয়া চট্টোপাধ্যায় পরিবারের বাড়ি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর হুগলির রিষড়ায় সাত সকালে শ্যুটআউটের (Shootout) ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, রিষড়ার এস কে নগর এলাকার বাসিন্দা মিথিলেশ কুমার যাদব আজ সকালে বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর হামলা হয়। ওই ব্যবসায়ীর বাড়ির কাছেই দুটি মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিল চার যুবক। মিথিলেশ বেরোতেই তাঁকে পিছন থেকে গুলি করে চম্পট দেয় অভিযুক্তরা।