South 24 Paragana: মর্মান্তিক দুর্ঘটনা ক্যানিংয়ে, স্ত্রী-পুত্রকে নিয়ে ঠাকুর দেখে ফেরার পথে মৃত্যু ভ্যান চালকের
বাইকের ধাক্কায় ছিটকে পড়ে মোটর ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: নবমীর রাতে স্ত্রী-পুত্রকে নিয়ে ঠাকুর দেখে ফেরার পথে, বাইকের ধাক্কায় ছিটকে পড়ে মোটর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ ক্যানিংয়ের গোপালপুরে এই ঘটনা ঘটে। মোটর ভ্যানে চড়ে ঠাকুর দেখে স্ত্রী-পুত্রকে নিয়ে বাড়ি ফিরছিলেন বছর পঁয়ত্রিশের ভোলানাথ হালদার। উল্টোদিক থেকে আসা বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মোটর ভ্যান চালককে মৃত ঘোষণা করা হয়। দেহটি ময়না তদন্তের জন্য ক্যানিং থানার পুলিশ নিয়ে যায়। বাইক চালককে আটক করেছে ক্যানিং থানার পুলিশ।
এর আগে মোটর বাইকে চড়ে দুর্গাপুজো দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু ১ জনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ২ জন। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দিপুর এলাকায়। জানা যায় ঘাটালের খড়ার থেকে ঘাটাল গামী রাজ্য সরকারের কাছে এই দুর্ঘটনা ঘটে । তিনবন্ধু সোনার কাজে ভিন রাজ্যে থাকতেন, পুজোর সময় বাড়ি ফিরেছেন তাঁরা। তাঁদের নাম সৈয়দ আমীর আলী, শেখ জিয়াউল ইসলাম ও সৈয়দ নাসির আলী। প্রত্যেকেই ঘাটালের ঘোলা গ্রামের বাসিন্দা ।
আরও পড়ুন, দশমীর সকালে বিষাদের সুর, শোভাবাজার রাজবাড়িতে কনকাঞ্জলি দিয়ে শুরু হবে উমার বিদায় পর্ব
জানা যায়, তিন জনে একটি মোটর বাইকে চড়ে ঘাটাল থেকে খড়াড় যাবার সময় অপরদিকে দ্রুত বেগে আসা একটি মারুতি গাড়ি তাদের মোটরবাইকে ধাক্কা মারলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৈয়দ আমীর আলির। তাঁর বয়স ২৭ বছর। বাকি দুজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে, ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ।
এর আগে চতুর্থীর রাতে ইএম বাইপাসে ক্যাপ্টেন ভেড়ির কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় বাইকের চাকা পিছলে যায়। দ্রুত গতির বাইকের চাকা পিছলে রাস্তায় পড়ে যান যুগল।