Bakkhali: বকখালিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল এক ছাত্র
South 24 Pargana News: পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) উস্তি থানা এলাকা থেকে একটি কোচিং সেন্টারে পড়ত সেই ছাত্র। সেখান থেকেই ছুটি কাটাতে তারা বকখালি ঘুরতে এসেছিল।
জয়দীপ হালদার, বকখালি: ফের সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ছাত্র। রবিবার এই ঘটনাটি ঘটেছে বকখালিতে (Bakkhali)। সূত্র মারফৎ জানা গিয়েছে যে ছুটি কাটাতে ওই ছাত্র সহ আরও ৭ জন এসেছিল সমুদ্রস্নান করতে। কিন্তু আমচকাই স্নান করতে নেমে জলের তোড়ে তলিয়ে যায় সেই ছাত্রটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) উস্তি থানা এলাকা থেকে একটি কোচিং সেন্টারে পড়ত সেই ছাত্র। সেখান থেকেই ছুটি কাটাতে তারা অনেকে মিলে বকখালি ঘুরতে এসেছিল।
রবিবার ছুটির দিনে বকখালির মনোরম পরিবেশ ভোগ করতে এসে এভাবে যে জীবন চলে যাবে, তা বোধহয় ভাবতে পারেনি কেউই। জানা গিয়েছে, স্নান করতে নামার সময়ই সমুদ্রের জলের টানে তলিয়ে যায় সেই ছাত্র। এরপর থেকেই খোঁজ চালানো হচ্ছিল। নামানো হয়েছিল স্পিডবোর্ডও। কিন্তু খোঁজ মেলেনি তবুও। বকখালি সমুদ্র উপকূল এলাকাতে তল্লাশি চালাচ্ছিল জারগঞ্জ পোস্টাল থানার পুলিশও।
মালদার ফুলহার নদীতেও জলে ডুবে গিয়েছিল ২ নাবালিকা
কিছুদিন আগেও এমন খবর প্রকাশ্যে এসেছিল। ঘটনাটি ঘটেছিল মালদায়। সেখানে ফুলহার নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল দুই নাবালিকা। ঘটনাটি ঘটেছিল মালদার (Malda) রতুয়া থানার নাককাটি ব্রিজ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, ঘটনার দিন সকাল ১০টা নাগাদ কয়েকজন নাবালিকা ফুলহার (Fulhar) নদীতে স্নান করতে যায়। সেই সময় তলিয়ে যায় দুই নাবালিকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও রতুয়া থানার পুলিশ খোঁজ পায়নি ২ নাবালিকার। ২ নাবালিকার বাড়ি রতুয়া (Ratua) থানার চারকাটিয়া গ্রামে।
এছাড়াও কয়েক দিন আগে খবর এসেছিল যে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি হয়েছিল। নিখোঁজ তপসিয়ার (Tapsia) বাসিন্দা ২ ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ জন স্নান করতে নামেন। স্নান সেরে উঠেও আসেন তাঁরা। ফের একজন জল নামলে, তাঁকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে যান আরেকজন। কিন্তু কারও খোঁজ মেলেনি।
সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ২ ছাত্র মিলে একটু ঘুরে বাড়ি ফিরে আসবে ভেবেছিল। এরপর তারা মিলে গঙ্গায় স্নান করতে নামে। সেখানে একজন প্রথমে জল নেমেছিল। তাকে তলিয়ে যেতে দেখে আরেকজন তাকে বাঁচাতে যায়, কিন্তু তিনিও সেখানে জলে তলিয়ে যায়।