South 24 Pargana News: পুলিশের ভয়ে কলাপাতার মাস্ক পরে ঘুরলেন ব্যক্তি, কাণ্ড দেখে হতবাক পুলিশও
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা বাজার এলাকার ঘটনা। করোনা সচেতনতা অভিযান চলাকালীন ওই পথ দিয়েই বাজারে যাচ্ছিলেন নাসিম শেখ। পুলিশ দেখেই নাসিমের টনক নড়ে মাস্ক পরতে ভুলে গিয়েছেন তিনি।
![South 24 Pargana News: পুলিশের ভয়ে কলাপাতার মাস্ক পরে ঘুরলেন ব্যক্তি, কাণ্ড দেখে হতবাক পুলিশও South 24 Pargana man wearing a banana leaf mask, and the police were shocked to see the incident South 24 Pargana News: পুলিশের ভয়ে কলাপাতার মাস্ক পরে ঘুরলেন ব্যক্তি, কাণ্ড দেখে হতবাক পুলিশও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/46a22cf3852a35b3be0de6d752f7b705_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বৃহস্পতিবারের সকাল, জীবনতলা বাজার এলাকায় কোভিড বিধি পালন হচ্ছে কিনা তারই অভিযান চালাচ্ছিল পুলিশ। আর তখনই চোখে পড়ল অবাক দৃশ্য। কলাপাতার তৈরি মাস্ক পরে সাইকেল চালিয়ে ঘুরছেন এক যুবক।
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা বাজার এলাকার ঘটনা। করোনা সচেতনতা অভিযান চলাকালীন ওই পথ দিয়েই বাজারে যাচ্ছিলেন নাসিম শেখ। পুলিশ দেখেই নাসিমের টনক নড়ে মাস্ক পরতে ভুলে গিয়েছেন তিনি। তড়িঘড়ি রাস্তায় মাস্কের দোকানও মেলেনি।
অবশেষে উপায় বাতলান যুবক। পুলিশের হাত থেকে বাঁচতে রাস্তার পাশে থাকা কলাগাছ থেকে পাতা ছিঁড়ে দড়ি দিয়ে বেঁধে মাস্ক তৈরি করে পরে নেন। আর সেই অদ্ভুত মাস্ক দেখেই কার্যত চোখ কপালে ওঠে পুলিশ-স্থানীয় বাসিন্দাসহ প্রত্যেকেরই।এদিন শেষ পর্যন্ত পুলিশের উদ্যোগে তাঁকে মাস্ক কিনে দেওয়া হয়। ইতিমধ্যেই তাঁর সেই কলাপাতার মাস্কের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Kolkata News: ভরসন্ধ্যায় বেলেঘাটায় মহিলা আইনজীবীর বাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ‘ডাকাতি’
গতকালের তুলনায় আরও একটু কমল করোনা সংক্রমণ (Covid Graph)। গতকাল রাজ্যে সংক্রমিত (Covid Positive) হয়েছিলেন ১০,৯৫৯ জন। আজ রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯,১৫৪ জন। সবমিলিয়ে রাজ্যে (WB Corona) করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯,৪৯,০৭৪ জন। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী এ দিন রাজ্যে করোনা আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৩৪,৮১৬। যা গতকালের তুলনায় ৯,৯৯৩ জন কম।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Covid Death) হয়েছে ৩৫ জনের। গতকালের তুলনায় রাজ্যে মৃতের সংখ্যাও কমল। শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২০,২৬৫ জনের। যদিও এ নিয়ে পরপর সাতদিন দৈনিক মৃত্যু ৩০ পার করল।
আরও পড়ুন: Lalgarh Tiger Fear: গ্রাম থেকে উদ্ধার মৃত ছাগল, ফের বাঘের আতঙ্ক লালগড়ে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)