South 24 Pargana News : সোনারপুরে চুরি জমজমাট পাড়ায়, দিনেদুপুরে বাড়ি থেকে সাফ টাকা-গয়না
Sonarpur Theft : জমাটি পাড়া থেকে দিনের বেলা এমন চুরি হয় কীভাবে, আতঙ্কে অর্পিতা ও এলাকার লোকজন। পাড়াটি আপাত জনবহুলই।
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : বাড়িতে তালা দিয়ে কাজে বেরোনো। সারাদিন ঘর ফাঁকা থাকা। এ ছবি তো এখন পাড়ায় পাড়ায়। ছোট ছোট পরিবারে এখন ঘরে তালা দিয়ে যে-যার কাজে বেরিয়ে যাওয়াই দস্তুর। কিন্তু সেই সুযোগ নিয়ে বাড়ি থেকে টাকা পয়সা, গয়না-গাটি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোনারপুরের বোসপুকুর এলাকায়।
পুলিশ সূূত্রে খবর, বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে সোনা, নগদ টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা। গৃহস্থের দাবি, খোয়া গিয়েছে তাঁদের একশো গ্রাম সোনা ও নগদ পয়ত্রিশ হাজার টাকার মতো ! এরমধ্যে রয়েছে ২০-২২ জোড়া কানের দুল, ৭টি আংটি, এছাড়া নোয়া ও অন্যান্য সোনার সামগ্রী ৷
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এক তলা ওই বাড়িতে থাকেন মা ও মেয়ে, নমিতা ও অর্পিতা ভট্টাচার্য। বছর পঁয়ষট্টির নমিতা গত রবিবার কসবায় বড় মেয়ের বাড়িতে যান। অর্পিতা বাড়িতে একাই ছিলেন। তিনি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তাঁর কাজ থাকায় বাড়িতে চাবি দিয়ে বেরিয়ে যান তিনি। বিকেলে ফিরে এসে দেখেন সদর দরজা যেমন চাবি দেওয়া ছিল, তেমনই রয়েছে কিন্তু ভেতরের ঘরের তালা ভাঙা। আলমারিরর চাবিও ভাঙা। সারা ঘর লন্ডভন্ড। মাথায় হাত পড়ে যায় তাঁর। দেখেন, সোনা, হীরের গয়না-সহ বেশ কিছু নগদ টাকা উধাও। রাতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্পিতা।
জমাটি পাড়া থেকে দিনের বেলা এমন চুরি হয় কীভাবে, আতঙ্কে অর্পিতা ও এলাকার লোকজন। পাড়াটি আপাত জনবহুলই। তাই এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রের খবর, আশেপাশে গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে প্রচুর বাড়ি। কাছে রয়েছে একটি স্কুলও । দুপুর পর্যন্ত লোকজনের আনাগোনা ছিল বলেই জানান এলাকার মানুষ। গ্রীষ্মের দুপুরে স্বাভাবিকভাবেই এলাকা কিছুটা নিঃস্তব্ধ হয়ে যায়। আর তারপরই দুষ্কৃতীরা হানা দেয় বাড়িতে, ধারণা অভিযোগকারিণীর।
অর্পিতা বলেন, “বহুদিন ধরে এই এলাকায় রয়েছি। আগে এরকম ঘটেনি। পাড়ার মধ্যে এমন ঘটনা ঘটবে ভাবতে পারিনি। আমাদের সন্দেহ, এলাকার কেউই এটা করেছে। পুলিশকে সে কথা জানিয়েছি।” ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পাড়ার কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় ওই পরিবারের চেনা কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।