ISF: নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করার প্রতিবাদে সংযুক্ত মোর্চা, বাম, আইএসএফের মিছিল
South 24 Pargana: ক্যানিংয়ের তালদি বয়ার সিং গ্রামে এই এস এফ এর মৌন মিছিল হয়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে ভাঙড়ের বাগানআইটে এদিন মৌন মিছিল হয়।
সুকান্ত মুখোপাধ্যায়, শান্তনু নস্কর, রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙ্গরের (Bhangar) বিধায়ক নওসাদ সিদ্দিকিকে গ্রেফতার করার প্রতিবাদে সংযুক্ত মোর্চার তরফে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় এদিন। বকুলতলা থানার নতুনহাট থেকে প্রিয়র মোড় পর্যন্ত মিছিলে সামিল সিপিআইএম (CPIM) ও আইএসএফ (ISF) কর্মীরা, সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলির (Kanti Ganguly) নেতৃত্বে সংযুক্ত মোর্চার মিছিল আয়োজিত হয়।
ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে ক্যানিংয়ের তালদি বয়ার সিং গ্রামে এই এস এফ এর মৌন মিছিল হয়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে ভাঙড়ের বাগানআইটে এদিন মৌন মিছিল হয়। শুক্রবার কালো ব্যাচ পরে মিছিল করলেন এলাকার আইএসএফ কর্মীরা। বাগানআইট সহ ভাঙড় বাজার এলাকায় এই মিছিল করেন তারা। নওশাদ সিদ্দিকিকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীদিনে এলাকা স্তব্ধ করে দেওয়ার হুমকি দেয় মিছিলে অংশগ্রহণকারী আইএসএফ নেতারা।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ বেশ কয়েকজন আইএসএফ (ISF) নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে টাকি রোড ধরে কদমবু গাছে থেকে পীরগাছা পর্যন্ত আইএসএফ ও বামেদের মিছিল। ধৃত আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি এবং অন্যান্য কর্মীদের নিঃশর্তভাবে ছেড়ে দেওয়ার দাবিতে জগাছার উনশানি লস্করপাড়া থেকে মোল্লা পাড়া পর্যন্ত প্রায় দু কিলোমিটার মিছিল হয়। কয়েকশো আইএসএফ কর্মী এই মিছিলে সামিল হন। আইএসএল কর্মীরা দাবি করেন অবিলম্বে ধৃত সকলকে মুক্তি দিতে হবে। মিছিলের শেষে পথসভা হয়।
ভাঙ্গরের বিধায়ক পীরজাদা না ওসাদ সিদ্দিকিকে যেভাবে অত্যাচার করা হয়েছে কলকাতার রাজপথে তারই প্রতিবাদে বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার নেতৃত্বে আজ সিঙ্গুরেও ধিক্কার মিছিল আয়োজিত হচ্ছে।
এই মুহূর্তে স্টেশন সংলগ্ন বিজেপি দলীয় অফিস থেকে মিছিল করে এসে সিঙ্গুর থানার গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সংগঠনের সদস্যরা। এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী কে অবিলম্বে মুক্তির দাবিতে থানায় ডেপুটেশন দিচ্ছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্যরা।
উল্লেখ্য, এর আগে নৌশাদ সিদ্দিকি (Naushad siddique ) সহ আইএসএফ (ISF) নেতা-কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে মিছিলের ডাক নাগরিক মঞ্চের। পুলিশ অনুমতি না দিলেও মিছিলে অনড় আইএসএফ (ISF)।বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে পাশে দাঁড়িয়েছে সিপিএম (CPM), বিজেপিও(BJP)। অন্যদিকে ভাঙড়ের (Bhangar) চণ্ডীপুরে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ(Police)।