South 24 Parganas: 'সই জাল করে লোপাট লক্ষাধিক', স্বনির্ভর গোষ্ঠীর নিশানায় দলেরই নেতা
Baruipur SHG Scam: টাকা চাইতে গেলে গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে মারধরের অভিযোগ ওঠে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে।
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে (Baruipur) মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল খোদ দলনেত্রীর বিরুদ্ধে। টাকার হিসেব চাইতে গেলে সদস্যাদের মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী, এক সিভিক ভলান্টিয়ার-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৫০ কোটি টাকারও বেশি আর্থিক দুর্নীতির অভিযোগে আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে একযোগে ইডি ও সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমন সময়েই মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর ৪২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের শঙ্করপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় গ্রেফতার স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী ও এক সিভিক ভলান্টিয়ার-সহ ৫ জন। আর সেই টাকার হিসেব চাইতে গিয়ে মঙ্গলবার তুলকালাম বেধে যায়।
স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) মহিলাদের অভিযোগ, খোদ দলনেত্রী মমতাজ বিবি তাঁদের সই জাল করে ৪২ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছেন। বিষয়টি জানতে পেরে সদস্যারা টাকার হিসেব চাইতেই তিনি টালবাহানা শুরু করেন।
এই ঘটনায় প্রায় ৪ হাজার সদস্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, মঙ্গলবার দলনেত্রীর কাছে টাকার হিসেব চাইতে গেলে, তাঁদের ওপর চড়াও হন দলনেত্রীর ভাই। তিনি আবার বারুইপুর থানার সিভিক ভলান্টিয়ার। মারধর করে মহিলাদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ক্ষোভের মুখে পড়ে সাফাই দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার।
এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী-সহ ৫ জনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ।
এই অভিযোগ নিয়েই তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীপ দাস বলেন, 'অ্যারেস্ট করলেই হবে না। টাকা উদ্ধার করে ফেরত দিতে হবে। কিন্তু সবের মাথায় তৃণমূল নেতাদের স্ত্রীরা বা আত্মীয়রা বসে আছে, তাই টাকা উদ্ধার হয় না।'তৃণমূল নেতা এবং বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বলেন, 'পঞ্চায়েত সমিতিতে অভিযোগ জানাক। প্রকৃত সত্য বার করার অনুরোধ জানাব।'
বিষয়টি নিয়ে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন বারুইপুরের মহকুমা শাসক। লোপাট হওয়া টাকা কীভাবে ফেরত মিলবে। কবে হাতে আসবে ওই টাকা? প্রবল উদ্বেগে ক্ষতিগ্রস্তরা।
আরও পড়ুন: ফের ঘূর্ণাবর্ত! সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে বাংলা?