Canning News: স্ত্রী ও শ্বশুরের উপর হামলার অভিযোগ, পলাতক স্বামী, তদন্ত শুরু পুলিশের
South 24 Parganas: স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বছর তেরো আগে তালদির বাসিন্দা অর্পণ সর্দারের সঙ্গে সুজাতা সর্দারের বিয়ে হয়।
শান্তনু নস্কর, ক্যানিং: স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী ও শ্বশুর। আহত অবস্থায় দুজনেই ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত মধ্য তালদি এলাকায়। কেন হামলা? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বছর তেরো আগে তালদির বাসিন্দা অর্পণ সর্দারের সঙ্গে সুজাতা সর্দারের বিয়ে হয়। তাঁদের একটা ছয় বছরের ছেলে আছে। অভিযোগ, বিয়ের পর থেকেই অর্পণ নেশা করে ও জুয়া খেলে। প্রতিবাদ করতে গেলে সুজাতাকে মারধর করে বলে অভিযোগ। মাস দেড়েক আগে সুজাতা ক্যানিং থানাতে বধূ নির্যাতনের মামলা করেন। তারপর থেকেই সুজাতা নিজের বাবার বাড়িতে থাকছিলেন। অভিযোগ, অর্পণ বার বার ফোন করে হুমকি দিতে থাকে এবং সুজাতাকে ফিরে আসতে বলেন। সুজাতা রাজি না হওয়া, গতকালই আচমকাই সুজাতার বাবা গৌতম নস্করের উপর হামলা চালায়। বাবাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে সুজাতা বাবাকে বাঁচাতে যান। অভিযোগ, রেহাই পায়নি সুজাতাও। সুজাতা কে ধাঁড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে অর্পণ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দুজনকে পরিবারের লোকজনরা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সুজাতা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যায় অর্পণ। ঠিক কী ঘটেছিল তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিশ।
এর আগে গত ১১ ডিসেম্বর মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা, পড়ে গিয়ে গুরুতর জখম হন বারুইপুরের এক মহিলা ও তাঁর প্রতিবেশী ১২ বছরের বালিকা। ১১ ডিসেম্বর রাতে বারুইপুরের মিলন মেলায় দুর্ঘটনা ঘটে। মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলায় চড়ে সেলফি তুলছিলেন মহিলা, সঙ্গে ছিল প্রতিবেশী নাবালিকা। রিলস বানানোর সময় নাগরদোলা থেকে ছিটকে দু’জনে নীচে পড়ে যান। নাবালিকা ও মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali News: ED-র ওপর হামলাকাণ্ডের প্রায় এক বছর, কেমন আছে সন্দেশখালি?