South 24 Parganas : মাদক পাচারে পুলিশের মদতের অভিযোগ, ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ি ঘেরাও, বিক্ষোভ তৃণমূলের
Police : এই ঘটনায় ঘুটিয়ারি শরিফ ফাঁড়িতে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : মাদক কারবারে মদত দেওয়ার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল (TMC)। বিক্ষোভকারীদের অভিযোগ, মাদক পাচারে পুলিশের মদত রয়েছে। দলীয় নেতা, কর্মীদের অভিযোগ সত্ত্বেও পুলিশের (Police) পাশে দাঁড়িয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
পুলিশের বিরুদ্ধে পথে নামল তৃণমূল। ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শাসকদলের নেতা, কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির সামনে দলীয় পতাকা নিয়ে রাস্তায় বসে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় মাদক পাচারের প্রতিবাদ করায় যুব তৃণমূলের নারাণপুর অঞ্চলের বুথ সভাপতি শাহআলম লস্করকে মারধর করে পাচারকারীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদক কারবারিদের দাপট বাড়ছে।
যুব তৃণমূল নেতা আক্রান্ত হওয়ায়, ঘুটিয়ারি শরিফ ফাঁড়ি ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশি যোগসাজশের অভিযোগ তোলেন খোদ শাসকদলের নেতারাই। ক্যানিংয়ের নারাণপুরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সালাউদ্দিন সর্দার বলেছেন, 'বিরাট টাকার লেনদেন হয়। জনস্বার্থ মামলা করেছি, কোটি কোটি টাকার হেরোইন বিক্রি হয়, কিন্তু পুলিশ নির্বিকার'। ফাঁড়ি ঘেরাও নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা মুখপাত্র সঞ্জয় নায়েক বলেছেন, 'পুলিশ প্রশাসন আছে তাই তৃণমূল আছে। থানা ঘেরাও চলছে। এই নাটক তখনই চলে যখন তৃণমূল তৃণমূলকে মারে।'
এর মাঝেই আবার পুলিশের পাশে সওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বলেছেন, 'আপনাদের নেতৃত্ব তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে। লোকাল কী হয়েছে জানি না। পুলিশ বিশেষ করে বারুইপুর জেলা প্রশাসনকে দক্ষভাবে ব্য়বহার করছে।' এদিকে, তৃণমূল নেতা, কর্মীদের ফাঁড়ি ঘেরাও নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে পুলিশ। ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস বলেছেন, 'এটা ডিফারেন্ট ইনসিডেন্ট। ড্রাগের সঙ্গে যোগ নেই। অটো নিয়ে মারপিট। যে মার খেয়েছিল ফিরে আসলে আরেকবার ঝামেলা হয়।'
আরও পড়ুন- সাগরদিঘিতে কে টাকা দিয়েছে আমি জানি' : মমতা, মন্তব্যে শুরু তীব্র রাজনৈতিক তরজা
এই ঘটনায় ঘুটিয়ারি শরিফ ফাঁড়িতে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস