South 24 Parganas: লাইনে ফাটল, লাল সোয়েটার উড়িয়ে ট্রেন থামালেন যুবকরা
Local Train: দেড় ঘণ্টা ডায়মন্ড হারবার-শিয়ালদাগামী ট্রেন চলাচল বন্ধ ছিল।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: স্থানীয় যুবকদের উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। ডায়মন্ড হারবার ও গুরুদাস নগরের মাঝে আপ লাইনে ফাটল। নজরে পড়তেই লাল সোয়েটার দেখিয়ে ট্রেন থামালেন ২ যুবক। দেড় ঘণ্টা ডায়মন্ড হারবার-শিয়ালদাগামী ট্রেন চলাচল বন্ধ। রেল লাইন মেরামতির পর ট্রেন চলাচল শুরু।
পূর্ব রেলের লোকালে এর আগে দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি, শিয়ালদা স্চেশনের (Sealdah Station) কাছে কারশেডমুখী খালি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা লাগে। তার জেরে লাইন থেকে সরে যায় কারশেডগামী ট্রেন। ওই ঘটনায় কারণে দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্য়াহত হয়েছিল।
কী হয়েছিল?
রেল সূত্রে খবর, ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। তদন্ত কমিটি গড়েছিল রেল। খালি ট্রেনের চালকের অতিরিক্ত আত্মবিশ্বাসকেই দায়ী করে রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি। প্রাথমিকভাবে কর্মীর ভুলেই দুর্ঘটনা, চালক পেরিয়ে গিয়েছিলেন ফাউলিং মার্ক, এমনটাই তথ্য মেলে।
দূরপাল্লাতেও সমস্যা:
একদিকে যখন লোকাল ট্রেনে দুর্ঘটনা বা লাইন সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে। তখন দূরপাল্লার ট্রেনেও নানা অভিযোগ উঠছে। সদ্য চালু হওয়া হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) একাধিকবার পাথরবৃষ্টি নিয়ে শুরু হয়েছে তরজা। একদিনে যেমন রেলের যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে। তেমনই সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার বিষয়ও রয়েছে।
হাওড়া (Howrah) থেকে এনজেপিগামী (NJP) বন্দে ভারত এক্সপ্রেসে এখনও পর্যন্ত তিনবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। মালদার কুমারগঞ্জে ট্রেন চালুর দ্বিতীয় দিনেই পাথর ছোড়া হয়। তার পরের দিনই বিহারের মাঙ্গুরজানে বন্দে ভারতের ওপর পাথর হামলা হয়। বিহারের বারসইয়েও ওঠে পাথর হামলার অভিযোগ। চন্দনপুর ও বর্ধমান স্টেশনের মাঝে সকাল ৬.৪০ নাগাদ পাথর ছোড়া হয়েছিল। তাতে ট্রেনের জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। এর আগে মাঙ্গুরজানের পর বারসই, বিহারে ফের বন্দে ভারতে পাথর-হামলা হয়। বারসই স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই ট্রেনে পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ যাত্রীদের। এর আগে ২ জানুয়ারি প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হয়।
আরও পড়ুন: ধৃত জঙ্গিদের ডায়েরিতে কীসের শপথ? আরও লিঙ্কম্যানের খোঁজ?