South Bengal Weather : বদলে যাবে আবহাওয়া, ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি, একনজরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
South Bengal Weather Update : দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা
সঞ্চয়ন মিত্র, কলকাতা : কখনও কাঁপিয়ে শীত, কখনও রোদের আলগা পরশ, কখনও আবার শীতের বেলায় মনখারাপের মেঘ। গত কয়েকদিন ধরেই আবহাওয়ার খামখেয়ালিপনা দেখছে পশ্চিমবঙ্গ। জানুয়ারির শেষবেলায় প্রজাতন্ত্রদিবসের সকালে ফের জাঁকিয়ে ঠান্ডা জেলায় জেলায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা মঙ্গলবার থেকে বাড়বে একটু একটু করে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা। তার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে হু হু করে। অন্যদিকে, উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব কম থাকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবনের ওয়েবসাইট অনুসারে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার একটি তালিকা তুলে ধরা হল।
Table : মৌসম ভবনের ওয়েবসাইট থেকে
Date: 2024-01-26 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Asansol | 24.0 (25/01) | -3 | 8.2 | -3 | 96 | 90 (25/01) | NIL |
ASHOKNAGAR | 22.5 (25/01) | -- | NA | -- | -- | -- | NA |
Bankura | 22.0 (25/01) | -4 | 8.5 | -4 | 88 | 90 (25/01) | NIL |
Bishnupur | 22.0 (25/01) | 4 | 8.5 | -4 | 88 | 90 (25/01) | NIL |
Burdwan | 24.0 (25/01) | -2 | 9.6 | -3 | 85 | 85 (25/01) | NIL |
Coochbehar | 22.0 (25/01) | -1 | 5.1 | -4 | 97 | 78 (25/01) | NIL |
Diamond Harbour | 22.7 (25/01) | -3 | 12.8 | -2 | 97 | 86 (25/01) | NIL |
Digha | 22.8 (25/01) | -3 | 12.6 | -2 | 93 | 82 (25/01) | NIL |
Kolkata-Alipur | 22.2 (25/01) | -4 | 13.5 | -1 | 77 | 73 (25/01) | NIL |
Krishnanagar | 20.6 (25/01) | -5 | 12.0 | 0 | 83 | 65 (25/01) | NIL |
Midnapore | 22.5 (25/01) | -3 | 12.5 | -2 | 93 | 69 (25/01) | NIL |
MURSHIDABAD | 22.6 (25/01) | -- | 7.6 | -- | -- | -- | NIL |
PURULIA | 25.3 (25/01) | 1 | 6.9 | -6 | 79 | 56 (25/01) | NIL |
SANTINIKETAN BOLPUR | 20.9 (25/01) | -- | 8.6 | -- | 99 | 72 (25/01) | NIL |
Sriniketan | 21.4 (25/01) | -3 | 7.4 | -5 | 95 | 77 (25/01) | NIL |
Sunderban | 23.5 (25/01) | -2 | 12.5 | -4 | 96 | 81 (25/01) | NIL |
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়াই থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আপাতত তিন চার দিন মনোরম আবহাওয়া থাকবে বলে অনুমান আবহবিদদের। কলকাতায় জাঁকিয়ে শীত না হলেও শীতের আমেজ থাকবে ভালোই। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে।
কলকাতায় কেমন আবহাওয়া আজ ?
কলকাতায় সকালে কুয়াশা। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমলো। সোমবার পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে হাওয়া বদল হতে পারে। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতি ও শুক্রবার ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। হতে পারে সামান্য বৃষ্টি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: