South Bengal Weather: মাঘের শুরুতেই শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের কোন কোন জেলায়?
Weather update: বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলায়।
![South Bengal Weather: মাঘের শুরুতেই শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের কোন কোন জেলায়? South Bengal Weather update Temperature winter forecast 15 January 2024 South Bengal Weather: মাঘের শুরুতেই শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের কোন কোন জেলায়?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/3c4b15ff2a00497071f24bdd4276f2d51705341487126176_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: মাঘের শুরুতেই শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। কাল থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলায়। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। আজ মকর সংক্রান্তির দিন পারদ সামান্য ঊর্ধ্বমুখী। কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৪.১। শীতের এই স্পেল আরও ৪৮ ঘণ্টা চলবে। পাশাপাশি, আজও পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও বিহার সংলগ্ন জেলাগুলিতে কোল্ড ডে হতে পারে। অন্যদিকে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট।
কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১২ ডিগ্রি, ৭২% আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ১১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১৪ ডিগ্রি, ৬২% আর্দ্রতা |
হাওড়া | ১১ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
কলকাতা | ১২ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
হুগলি | ১১ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
পুরুলিয়া | ৯ ডিগ্রি, ৫১% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১১ ডিগ্রি, ৪৮% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ১১ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
বাঁকুড়া | ১০ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১০ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১০ ডিগ্রি, ৬২% আর্দ্রতা |
বীরভূম | ১১ ডিগ্রি, ৬২% আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ১২ ডিগ্রি, ৭২% আর্দ্রতা |
নদিয়া | ১২ ডিগ্রি, ৮০% আর্দ্রতা |
আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গে সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরে কুয়াশার দাপট থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Birbhum News: কোপাই নদীর বুক কংক্রিটের পিলার, বেআইনি নির্মাণের অভিযোগে শুরু প্রতিবাদ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)