South Bengal Weather: মরশুমের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং শীতের! কতদিন অবধি থাকবে ঠান্ডার দাপট?
Weather Updates, South Bengal: জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তারপরই পারদের গ্রাফ উর্ধ্বমুখী। যদিও তারপর পরই ফের শীতের আমেজ ফিরে আসে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: মরশুমের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং শীতের। আজও কলকাতায় ১৪-র ঘরে পারদ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। মরশুমের শেষ বেলায় শীতের কামড়। আগামী ২৪ ঘণ্টার জন্য রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৬টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শৈত্য প্রবাহের সতর্কতা রাজ্যের আট জেলায়। দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের সর্তকতা। আগামী ২৪ ঘন্টায় থাকবে শৈত্য প্রবাহের সতর্কবার্তা।পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে শৈত্য প্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের কামড় শৈত্য প্রবাহ বেশ কিছু অংশে।
কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১৪ ডিগ্রি, ৪৮ % আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ১৩ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১২ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
হাওড়া | ১৪ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা |
কলকাতা | ১৫ ডিগ্রি, ৪৫% আর্দ্রতা |
হুগলি | ১১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পুরুলিয়া | ৭ ডিগ্রি, ৩৮ % আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১২ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ১১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
বাঁকুড়া | ১০ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১০ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১০ ডিগ্রি, ৭৬% আর্দ্রতা |
বীরভূম | ১১ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ৯ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
নদিয়া | ১১ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও রয়েছে কুয়াশার দাপট। গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তারপরই পারদের গ্রাফ উর্ধ্বমুখী। যদিও তারপর পরই ফের শীতের আমেজ ফিরে আসে। সেটাও ছিল ক্ষণস্থায়ী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে