South Dinajpur: বৃষ্টি আনতে ব্যাঙের বিয়ে, পাত পড়ল আড়াই হাজার লোকের
South Dinajpur News: স্থানীয়রা জানাচ্ছেন, প্রবল গরমে পুড়ছে দক্ষিণ দিনাজপুর। সেই কারণে বৃষ্টির জন্যই প্রথা মেনে হল ব্যাঙের বিয়ে।

চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: রীতি মেনে বিয়ে। যে সে বিয়ে নয়। হল ঢালাও খাওয়া-দাওয়া, বাজলো ব্যান্ড পার্টি। তার সঙ্গে পাল্লা দিয়ে সানাই ও ডিজে। এভাবেই হল বিশেষ একটি বিয়ে। তবে মানুষের নয়, ব্যাঙের। আর সেই বিয়েতে কব্জি ডুবিয়ে খেল দুটি গ্রাম ও দুটি পুর ওয়ার্ডের অন্তত আড়াই হাজার বাসিন্দা। স্থানীয়রা জানাচ্ছেন, প্রবল গরমে পুড়ছে দক্ষিণ দিনাজপুর। সেই কারণে বৃষ্টির জন্যই প্রথা মেনে হল ব্যাঙের বিয়ে। প্রবল গরম বংশীহারী ও বুনিয়াদপুরে। বৃষ্টির দেখা নেই। জলের অভাবে আমন ধানের চাষ বন্ধের মুখে। সবজি চাষিদেরও মাথায় হাত। আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণের প্রথম সপ্তাহ, তবুও দেখা নেই বৃষ্টির। গরম থেকে বাঁচতে ব্যাঙের বিয়ে দেওয়ার চল রয়েছে বাংলায়। সেই প্রথা মেনেই হল বিয়ের অনুষ্ঠান।
কীভাবে বিয়ে:
বিয়েতে মানা হয়েছে যাবতীয় আচার-অনুষ্ঠান। পুরোহিত ডেকে গায়ে হলুদ হয়েছে। মন্ডপ সেজেছে। সাত পাকে বাঁধা, মালা বদল, সিঁদুর দান সবই হয়েছে। মন্ত্র উচ্চারণ করলেন গ্রামের পুরোহিত বিমল চৌধুরী। অসংখ্য মহিলারা উলুধ্বনি দেন, শঙ্খ ধ্বনি দেন। ব্যান্ড ও ডিজের সঙ্গেই রহিমপুর ফরেস্ট মাঠে মেতে ওঠে গোটা এলাকাবাসী। বিয়ে উপলক্ষে বুধবার সকাল থেকে রহিমপুর ফরেস্ট এলাকা জুড়ে তৈরি হয়েছে প্যান্ডেল, ৪টি বড় উনুন। সকাল থেকে এলাকার মহিলারা সবজি কাটতে ব্যস্ত ছিলেন। শুরু হয়ে গিয়েছিল রান্নার প্রস্তুতি। বিকেল থেকে রাত্রি পর্যন্ত চলে প্রীতিভোজের অনুষ্ঠান।
কী ছিল মেনুতে:
মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, পাঁপড় ও মিহিদানা। স্থানীয় বাসিন্দা দুলাল সরকারের বাড়িতে রাখা ছিল ছেলে ব্যাঙ বন্যাকে। আর এক বাসিন্দার বাড়িতে রাখা ছিল মেয়ে ব্যাঙ বর্ষা-কে। বুধবার বিকালে পুরোহিত ডেকে বন্যা ও বর্ষাকে অনুষ্ঠান মঞ্চে আনা হয়।
কী বলছেন বাসিন্দারা:
স্থানীয় বাসিন্দা গীতা মাহাতো বলেন, 'কয়েক বছর আগে আমরা অনাবৃষ্টিতে ঘটা করে ব্যাঙের বিয়ে দিয়েছিলাম। তারপরেই বৃষ্টি শুরু হয়েছিল। এবারে প্রচন্ড গরম আর অনাবৃষ্টিতে আমরা ব্যাঙের বিয়ে দিলাম। আশা করছি দু-একদিনের মধ্যেই বৃষ্টি শুরু হবে।'
কুসংস্কারবিরোধী আন্দোলনের অনেকেই জানাচ্ছেন, এটি একটি কুসংস্কার। মূলত জলবায়ু বদলের কারণেই বৃষ্টির অভাব হচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: বাংলায় বসে উত্তরাখন্ডের প্রধান বিচারপতির অ্যাকাউন্ট হ্যাক, গ্রেফতার ১






















