![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
North 24 Pargana: বাংলায় বসে উত্তরাখন্ডের প্রধান বিচারপতির অ্যাকাউন্ট হ্যাক, গ্রেফতার ১
Social Media Hacking: উত্তর ২৪ পরগনার মাটিয়ার দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে গ্রেফতার করল নৈনিতাল পুলিশ। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরাখণ্ড।
![North 24 Pargana: বাংলায় বসে উত্তরাখন্ডের প্রধান বিচারপতির অ্যাকাউন্ট হ্যাক, গ্রেফতার ১ North 24 pargana, A youth from Bengal was arrested on charges of hacking the social media account of the Chief Justice of Uttarakhand High Court North 24 Pargana: বাংলায় বসে উত্তরাখন্ডের প্রধান বিচারপতির অ্যাকাউন্ট হ্যাক, গ্রেফতার ১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/21/08a918d4a1963ca9617323f4af0fc4721658344058_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, উত্তর ২৪ পরগনা: বাংলায় বসে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতির সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) মাটিয়ার দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে গ্রেফতার করল নৈনিতাল পুলিশ। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরাখণ্ড (Uttarakhand)।
কীভাবে হয়েছে এই কাজ:
ইউটিউব থেকে প্রথমে হ্যাকিং শিখেছে অভিযুক্ত। তারপর সেই পদ্ধতি প্রয়োগ করে প্রথমে ছবি চুরি করা হয়েছে। সেই ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। তারপর সেই অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছিল তদন্ত। তারপরেই উত্তরাখন্ড থেকে পুলিশের দল এসে পৌঁছল উত্তর ২৪ পরগনায়।
বাংলা থেকে ১৫০০ কিলোমিটারের বেশি দূর। এই রাজ্যে বসে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতির সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে উত্তর ২৪ পরগনার মাটিয়ার এক দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে গ্রেফতার করল নৈনিতালের পুলিশ। বুধবার, নৈনিতালের মল্লিতাল থানার পুলিশের ৪ জনের একটি দল মাটিয়ায় আসে। তারা অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত মাস দুয়েক আগে ঘটেছে। অভিযোগ, উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতির একটি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়। মল্লিতাল থানায় অভিযোগ দায়ের করেন বিচারপতি। তদন্তে নেমে, মাটিয়া থানা এলাকার বেগমপুরের ওই ছাত্রের হদিশ পায় পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হ্যাকিংয়ের কথা স্বীকার করে জানিয়েছে ইউটিউব থেকে হ্যাকিং-এর পদ্ধতি শিখেছিল সে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। খোঁজ চলছে ২টি সিম কার্ডের। ধৃতের বিরুদ্ধে প্রতারণার ধারায় মামলা রুজু হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে নৈনিতালে নিয়ে যাওয়া হচ্ছে। ২৩ জুলাইয়ের মধ্যে তাঁকে নৈনিতাল আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: সাগরে বাঁধ দেখতে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)