South Dinajpur: মাছ ধরে ফেরার পথে বিপত্তি, বজ্রপাতে মৃত্যু দুই ভাইয়ের
Lighting Death: স্থানীয় সূত্রে খবর, এদিন বেশ কয়েকজন মাছ ধরতে যায়। তাঁদের মধ্যে ছিলেন মৃত দুই ভাই।
চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: মাছ ধরে ফেরার পথে বিপত্তি। বাজ পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বংশীহারী ব্লকের ধুতুরা গ্রামে। হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
বাজ পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের: স্থানীয় সূত্রে খবর, এদিন বেশ কয়েকজন মাছ ধরতে যায়। তাঁদের মধ্যে ছিলেন মৃত দুই ভাই। সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই সোহল রানা (২৩) এবং আব্দুর রাকিব (১৯)। ভারী বৃষ্টি শুরু হলে অনেকেই বাড়ি ফিরে আসে। কিন্তু সোহল এবং আব্দুর ফেরেনি। দুজনকে রসিদপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বংশীহারী থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে।
চলতি সপ্তাহেই মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির (Lightning Death)। গুরুতর আহত হন দুই মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটে মেমারি বহরমপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, মেমারির বহরমপুরের বাসিন্দা শেখ আব্দুল ওয়াহিদ, উত্তরা ক্ষেত্রপাল ও জ্যোৎস্না ক্ষেত্রপাল তিনজনই বহরমপুরের একটি মাঠে কাজ করছিল। মাঠে কাজ করার সময় হঠাৎই বাজ পড়ায় গুরুতর আহত হন তিনজন। স্থানীয়রা তাঁদের চিকিৎসার জন্য তিন জনকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শেখ আব্দুল ওয়াহিদকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়েস হয়েছিল ৬৫ বছর। অবস্থার অবনতি হওয়ায় উত্তরা ক্ষেত্রপালকে রেফার করা হয় বর্ধমান মেডিকেলে এবং জ্যোৎস্না ক্ষেত্রপাল চিকিৎসাধীন রয়েছেন মেমারি হাসপাতালে।
এদিকে আগামী কালও দক্ষিণে নিম্নচাপের বৃষ্টি চলবে। উত্তরে ভারী বৃষ্টি হবে মঙ্গলবার পর্যন্ত। নিম্নচাপের প্রভাবে আশ্বিনের শুরুতেও আকাশের মুখ গোমড়া। যখন-তখন নামছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে হাওয়া বদল হবে। বাড়বে তাপমাত্রা। ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে জারি থাকছে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে হাওয়া বদল। এরই মাঝে আগামী শুক্রবার উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হবে। শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: KMC Dengue Notice: কলকাতায় ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, নির্দেশিকা জারি পুরসভার