Sovan Chatterjee : ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পার্কিং ফি বৃদ্ধি নিয়ে ফিরহাদকে খোঁচা শোভনের
Sovan Chatterjee Criticizes Firhad Hakim : মেয়র ফিরহাদ হাকিমকে কার্যত খোঁচা দিয়েছেন, তাঁর পূ্র্বসূরি শোভন চট্টোপাধ্য়ায়।
কলকাতা : পার্কিং ফি বৃদ্ধি নিয়ে ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) পরিচালিত কলকাতা পুরসভার ( KMC ) সিদ্ধান্তের প্রকাশ্য়ে সাংবাদিক বৈঠক করে কড়া সমালোচনা করলেন কুণাল ঘোষ ( Kunal Ghosh ) ! তাও আবার খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম নিয়ে!
ভাবিয়া করিও কাজ : শোভন
অন্যদিকে আবার কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে সরব হলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee )। নাম না করে বর্তমান মেয়রকেই খোঁচা দিলেন তিনি। তিনি বললেন, অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। তিনি হলে এমন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অনুমতি নিতেন। সমালোচনার সুরেই শোভনের মন্তব্য, ' কনফিডেন্স ভাল, ওভার কনফিডেন্স ভাল নয় ... ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না '
শোভন আরও বলেন, 'এটা কখনই বাঞ্ছিত নয়। আমি ৮ বছর ১৫৯ দিন কলকাতা পুরসভার মেয়র ছিলাম। ৩৫-৩৬ বছরের উপরে কলকাতা পুরসভার সঙ্গে যুক্ত ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত ছিলাম। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন লড়াইয়ের মধ্য দিয়ে আজকে তৃণমূলকে প্রতিষ্ঠা করতে হয়েছে, মানুষের আশীর্বাদ পেতে হয়েছে, কলকাতা পুরসভায় শোভন চ্যাটার্জি কোনও ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে দল, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় '
বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করেছে কলকাতা পুরসভা
বর্ধিত পার্কিং ফি ইস্যুতে চূড়ান্ত চাপানউতোরের পর বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করেছে কলকাতা পুরসভা। এখন থেকে পুরনো হারেই নেওয়া হবে পার্কিং ফি। বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের নির্দেশে খুশি গাড়ির মালিকরাও । ফি সংগ্রহকারীরা জানিয়েছেন, পার্কিং ফি বাড়ায়, পার্কিং লটে গাড়ির সংখ্যা কমেছিল। পুরসভা বর্ধিত ফি প্রত্যাহার করায়, ফের পার্কিং লটে গাড়ির সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।
কিন্তু পার্কিং ফি নিয়ে এই চাপানউতোর একটা প্রশ্ন স্পষ্টতই তুলে দিল। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কি ফিরহাদ হাকিমের সমীকরণ বদলাচ্ছে? প্রশ্নটা উঠছে, তার কারণ, পার্কিং ফি বৃদ্ধি নিয়ে ববি হাকিম পরিচালিত কলকাতা পুরসভার সিদ্ধান্তের প্রকাশ্য়ে সাংবাদিক বৈঠক করে কড়া সমালোচনা করেন কুণাল ঘোষ!
মুখ্যমন্ত্রীর অজান্তে কলকাতা পুরসভা পার্কিং ফি বৃদ্ধি
মুখ্যমন্ত্রীর অজান্তে কলকাতা পুরসভা পার্কিং ফি বাড়িয়েছে বলে অভিযোগ করে খোদ তৃণমূল। কার্যত নিশানা করা হল মুখ্যমন্ত্রীর আস্থাভাজন বলে পরিচিত মেয়র ফিরহাদ হাকিমকে! বিরোধী রাজনৈতিক নেতারা এই বিষয়টিকে তৃণমূলের অন্দরের টানাপোড়েন বলে ব্যাখ্যা করছেন।
এইভাবে সাংবাদিক বৈঠক ডেকে পুরসভার সিদ্ধান্তের সমালোচনা রার ঘটনায় ফিরহাদ হাকিম অসন্তুষ্ট। তিনি বলেছেন,
সংবাদমাধ্যমে এভাবে বলা ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে, অবশ্যই বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে নেব।