Sree Ramkrishna Deva Jayanti : পুজোপাঠ-মঙ্গলারতি, শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে চলছে জন্মতিথি উৎসব পালন
187 th Sree Ramkrishna Deva Jayanti : প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এবারে করোনা বিধি (Corona Regulation) মেনে চলছে দর্শন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভক্তদের ভিড়ও।
মোহন দাস কামারহাটি (হুগলি) : হুগলির (Hooghly) কামারপুকুরে (Kamarpukur) শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানেও১৮৭ তম জন্মতিথি উৎসব পালন করা হচ্ছে। ভোর ৪টে থেকে শুরু হয় পুজোপাঠ, মঙ্গলারতি, সংকীর্তন। মঠ চত্বরেই স্থানীয় স্কুলের পড়ুয়াদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারও কোভিড বিধি মেনে ভক্ত ও পুণ্যার্থীদের ঢুকতে হচ্ছে। তবে এবার প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সহস্রাধিক ছাত্রছাত্রীদের পুস্তক ও লেখাপড়ার সামগ্রী বিতরণ করাও হবে। বেশ কয়েক হাজার দুঃস্থ মানুষকে বস্ত্রবিতরণ করা হবে। গত দু'বছর করোনা আবহের (Corona Pandemic) কারণে ভক্ত সমাগম বাদ রেখেই এই অনুষ্ঠান। এবারে করোনা বিধি (Corona Regulation) মেনে চলছে দর্শন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভক্তদের ভিড়ও।
এদিকে, বেলুড়মঠে সকাল থেকে আসছেন ভক্ত ও পুণ্যার্থীরা। করোনা বিধি মেনে চলছে দর্শন। থাকছে ভোগের ব্যবস্থা। ভোরে মঙ্গলারতির মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়৷ এরপর সারাদিন ধরেই চলবে বিশেষ পূজাপাঠ ও ধর্মীয় অনুষ্ঠান৷ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন- রামকৃষ্ণ পরমহংস দেব: সাধক-যুগপুরুষ-কালীসাধক
রাজ্য-দেশের সীমা ছা়ড়িয়ে বিশ্বজুড়ে সমাদৃত হন রামকৃষ্ণ পরমহংস দেব। তাঁর জীবনী, তাঁর শিক্ষা নিয়েই জীবনে চলার চেষ্টা করেন বহু মানুষ। তাঁর বাণী অগণিত মানুষের জীবনের পাথেয়। আসুন দেখে নিন তাঁর কিছু বাণী।
রামকৃষ্ণ পরমহংসের বাণী-
'যত মত, তত পথ'
'টাকা মাটি, মাটি টাকা'
'সব ধর্মের পথই সত্য। যেকোনও ধর্মের পথ ধরেই ঈশ্বরের কাছে পৌঁছনো যায়'
'ভগবান সর্বত্র রয়েছেন। একজন মানুষের মধ্যে তিনি সবচেয়ে বেশি থাকেন। মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা।'
'ভগবানের অনেক নাম রয়েছে, তাঁকে নানা ভাবে পাওয়া যায়। তাঁকে কী নামে ডাকা হয় বা কী নামে পুজো করা হয়, তা কোনও বড় বিষয় নয়। তাঁকে নিজের ভিতরে কীভাবে অনুভব করা হয় সেটাই গুরুত্বপূর্ণ'
'ধর্ম সম্পর্কে কথা বলা খুব সহজ, কিন্তু সেটা অনুশীলনে আনা ততটাই কঠিন'
'যেভাবে ধুলোয় ঢাকা আয়নার উপর সূর্যের প্রতিবিম্ব পরে না। সেভাবেই মলিন মনে ঈশ্বরকে অনুভব করাও সম্ভব নয়'
'যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছেন, তাঁর উপর কাম ও লোভের বিষ চড়ে না'
'ঈশ্বরের দেওয়া শক্তির উপযুক্ত ব্যবহার না করলে তিনি কখনই অধিক দেবেন না। ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য সবসময় চেষ্টা করে যাওয়া প্রয়োজন'
'জ্ঞানের অর্থ হল কাম ও লোভের থেকে মুক্তি'
'বিনাস্বার্থে কাজ যে মানুষ করেন, বাস্তবে সে নিজের ভাল করে চলেছেন'
'যদি কোনও কাজ করা হয়, তাহলে সেই কাজের প্রতি ভক্তিভাব থাকা অত্যন্ত জরুরি। তাহলেই সেই কাজ সার্থক হতে পারে'
'যখন ফুল ফোটে তখন মৌমাছিরা নিজে থেকেই চলে আসে। ঠিক তেমনই, যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সবাই নিজে থেকেই গুনগান করেন'
'জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরও জটিল করে দেবে'
'সত্যি কথার বলার সময় নম্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যায়'