SSC Case Update : SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল CBI
SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল CBI। মঙ্গলবার তাঁকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সিবিআইয়ের কাছে হাজিরা দেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা।
সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রুমা পাল, কলকাতা : হাইকোর্টের (Calcutta High Court) রক্ষাকবচ পাওয়ার পর সিবিআইয়ের (CBI) কাছে হাজিরা দিলেন এসএসসির (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ। মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা।
ডিভিশন বেঞ্চের নির্দেশ
SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ শুক্রবার CBI’র কাছে হাজিরার সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকলেও SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা ও SSC’র উপদেষ্টা কমিটির সদস্য অলককুমার সরকারকে আপাতত হেফাজতে নিতে পারবে না CBI। যারপরই মঙ্গলবার বিকেলে সার্ভেপার্ক থানার গাড়িতে নিজাম প্যালেসে CBI’র দফতরে যান SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা।
SSC-র নিয়োগ সংক্রান্ত মামলাগুলি
SSC’র নবম-দশমে শিক্ষক নিয়োগ, গ্রুপ C ও গ্রুপ D’তে কর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে তেরোটি মামলা হয়েছে। এই মামলাগুলিতে
SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, SSC’র উপদেষ্টা কমিটির সদস্য অলককুমার সরকার, প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, তাপস পাঁজা ও সুকান্ত আচার্যের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের শুনানি
মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, CBI যদি মনে করে, তাহলে শান্তিপ্রসাদ সিন্হাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য আদালতে জানিয়েছিলেন যে, শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে এই সব অবৈধ সুপারিশ পত্র ছাপা হতো। আমি মনে করি, শান্তিপ্রসাদ সিন্হা মূল অপরাধী। এদিনই SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে নিজাম প্যালেসে CBI দফতরে ফের হাজিরা দিতে হবে।
যারপরই মঙ্গলবার বিকেল পাঁচটা দশে তিনি সিবিআই অফিসে পৌঁছোন। রাত আটটা অবধি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত আটটার কিছু আগে সিবিআই দফতর থেকে বেরোন জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। এর কিছুক্ষণ পর, সিবিআই দফতর থেকে বেরিয়ে যান SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ।
আরও পড়ুন- 'টাকা কোথা থেকে কোথায় গেছে? সেটা আমি খুঁজে বার করব' SCC মামলায় মন্তব্য বিচারপতির