SSC Tainted Candidate List: SSC-র দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের ! বললেন, 'যোগ্যতায় চাকরি পেয়েছি, তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাব'
SSC Tainted Candidate List TMC Councilor Reaction: SSC-র দাগি তালিকায় নাম রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের ! কী প্রতিক্রিয়া দিলেন তিনি ?

কলকাতা: কারা দাগি? ইতিমধ্যেই তালিকা প্রকাশ করেছে কমিশন। এদিকে SSC-র সেই দাগি তালিকায় নাম রয়েছে, রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের ! কমিশনের দাগি-তালিকা প্রকাশের পরেই তৃণমূল কাউন্সিলরের দাবি, 'যোগ্যতায় চাকরি পেয়েছি, তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাব।'
আরও পড়ুন, পুকুরে নেমে তলিয়ে গেল কিশোর, সাঁতার না জেনেও বন্ধুকে বাঁচাতে জলে ঝাঁপ, হাওড়ায় ২ পড়ুয়ার মৃত্যু !
SSC-র দাগি তালিকায় শাসক যোগ ?
শনিবার রাত ৮ টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায়, 'দাগি' শিক্ষকের তালিকা প্রকাশ করে SSC. প্রকাশিত তালিকায় সামনে এসেছে, এমন কিছু নাম, যাদের নাম মিলে যাচ্ছে ২০২২ সালের SSC-র প্রকাশিত তালিকার সঙ্গে। শনিবার SSC-র প্রকাশিত তালিকায়, ৩৯ নাম্বারে, পশ্চিম মেদিনীপুরের শিক্ষক অজয় মাজির। যিনি পিংলা ব্লকের তৃণমূল নেতা। ফোনে যোগযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। ৯১৫ নাম্বারে নাম রয়েছে নমিতা আদকের। তিনি গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা। ঘটনাচক্রে আরামবাগের তৃণমূল পরিচালিত খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হকের স্ত্রীর নামও নমিতা আদক। এই প্রসঙ্গে নইমুল হককে ফোন করা হলে তিনিও ফোন তেলেননি। বাড়িতে গেলেও কারও দেখা পাওয়া যায়নি।
কী বলছেন কুহেলি ঘোষ ?
২০২২ সালের নিয়োগ দুর্নীতির OMR শিট সংক্রান্ত মামলায়, SSC প্রকাশিত তালিকায়, ৪৭৪ নাম্বারে নাম রয়েচে রাজপুর--সোনারপুর পুরসভার ১৮ নং ওয়ার্ডের TMC কাউন্সিলর কুহেলি ঘোষের। শনিবার 'দাগি' শিক্ষকের তালিকার ৬৪৭ নাম্বারে রয়েছে কুহেলি ঘোষের নাম। তাৎপর্যপূর্ণভাবে কয়েকদিন ধরে স্কুলে আসছেন না কুহেলি ঘোষ। কুহলি ঘোষ জানিয়েছেন, ..সেই তালিকায় আমার নাম আছে। কিন্তু কেন নামটা আছে, এটা এখনও আমার কাছে পরিষ্কার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনও অভিযোগ হওয়া মানে, আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে, যে আমি সেটা করেছি কিনা। আগামী সোমবার আমি হাইকোর্টে নতুন করে কেস ফাইল করছি।..আশাকরি বিচারে সঠিক তথ্যটাই উঠে আসবে।'
প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর গতকাল রাত ৮টা নাগাদ, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, 'দাগি'দের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবারই SSC-কে ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।সেই সময়সীমার ২ দিনের মাথায় তালিকা প্রকাশ করল SSC. যদিও, সুপ্রিম কোর্টে SSC-এর আইনজীবী জানিয়েছিলেন, CBI ১ হাজার ৯০০ জন দাগির তালিকা দিয়েছে। কিন্তু শনিবার যে লিস্ট ওয়ান লেখা তালিকা SSC-র তরফে প্রকাশ করা হয়েছে, তাতে নাম রয়েছে ১ হাজার ৮০৪ জনের।






















