SSC Agitation : 'প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই',বৃষ্টিতে ভিজতে ভিজতে চাকরিপ্রার্থীদের দাবি
SSC-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : SSC দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেয়ো রোডে গান্ধীমূর্তির সামনে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা।
ধর্নামঞ্চে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী
SSC দুর্নীতি মামলায় এই চাকরিপ্রার্থীরাই হাইকোর্টে মামলা করেন। এদিন মেয়ো রোডের ধর্নামঞ্চে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর শাস্তি দাবি করেন।
পাশাপাশি, এদিন চাঁদনি চকে সুবর্ণ বণিক সমাজ ভবনে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করতে যান SSC-র শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা। তাঁরাও পার্থ চট্টোপাধ্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা
SSC-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। CBI-এর পাশাপাশি, SSC-তে নিয়োগ দুর্নীতির তদন্তে নামে ED। এর আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে CBI। গতকাল পার্থর নাকতলার বাড়িতে গিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করে ED। ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে।
শুক্রবার, SSC-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন ৭-৮ জন ইডি আধিকারিক। পাশাপাশি, কোচবিহারের মেখলিগঞ্জে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরার বাড়িতেও যানন ইডি’র অফিসাররা। এর আগে এই মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও শান্তিপ্রসাদ সিন্হাকে জিজ্ঞসাবাদ করেছে সিবিআই।
View this post on Instagram






















