Job Seekers Agitation: 'বাড়িতে বৃদ্ধা মা, আর পারছি না...', চাকরিপ্রার্থীদের চ্যাংদোলা করে-টেনে হিঁচড়ে তুলল পুলিশ ; SSC অফিস অভিযানে ধুন্ধুমার
Upper Primary Job Seekers: ২০১৬-তে TET উত্তীর্ণ হলেও মেলেনি চাকরি ! এই পরিস্থিতিতে পুজোর আগেই নিয়োগের দাবিতে ফের পথে নামলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।
সল্টলেক : নিয়োগের দাবিতে উচ্চপ্রাথমিক চাকরিপ্রার্থীদের এসএসসি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সল্টলেক মেট্রো থেকে মিছিল বের হতেই বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। চাকরিপ্রার্থীদের কার্যত পাঁজাকোলা করে বাসে তুলে দেয় পুলিশ। এসএসসি ভবনের সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। প্রায় হাজারের কাছাকাছি চাকরিপ্রার্থীকে ঠেকাতে বিধাননগর পুলিশ কমিশনারেটের বহু পুলিশ মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে চরম উত্তেজনা ঘটনাস্থলে।
২০১৬-তে TET উত্তীর্ণ হলেও মেলেনি চাকরি ! এই পরিস্থিতিতে পুজোর আগেই নিয়োগের দাবিতে ফের পথে নামলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। আর কবে মিলবে নিয়োগ ? এই দাবি তুলে SSC ভবন ঘেরাও অভিযানে নামেন চাকরিপ্রার্থীরা। তাঁদের এই অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈর হয়। আচার্য সদনের সামনের এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। কয়েক হাজার চাকরিপ্রার্থী সেখানে জমায়েত করেন। রীতিমতো চ্যাংদোলা করে আচার্য সদনের সামনে থেকে চাকরিপ্রার্থীদের তোলা হয়। কাউকে কাউকে টেনে-হিঁচড়েও নিয়ে যায় পুলিশ। বিক্ষোভ রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। এই পরিস্থিতিতে কেউ কেউ কান্নায় ভেঙে পড়লেন। এক চাকরিপ্রার্থীকে যখন চ্যাংদোলা করা হচ্ছিল, সেই সময় তিনি কান্নায় ভেঙে পড়ে বলতে থাকেন, 'আর পারছি না'। অপর এক চাকরিপ্রার্থী বলেন, 'বাড়িতে বৃদ্ধা মা, আর পারছি না।' সব মিলিয়ে চরম উত্তেজনা ছড়ায় সেখানে। সল্টলেকের সেই রাস্তায় বিক্ষোভকারীদের ঠেকাতে বহু পুলিশও জমায়েত করে। রাস্তায় অবস্থান শুরু করে দেন চাকরিপ্রার্থীরা। পরে অবশ্য চাকরিপ্রার্থীদের একে একে তুলে বাসে করে নিয়ে যায় পুলিশ। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের ঘাড়ধাক্কা দেওয়ার অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে।
এক বিক্ষোভকারী চাকরিপ্রার্থী বলেন, "আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিল এক মাসের মধ্যে সম্পূর্ণ প্যানেল প্রকাশ করে দিয়ে কাউন্সেলিং করাতে। কিন্তু, আমাদের অপদার্থ স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকারের অপদার্থ শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী প্যানেল প্রকাশ না করে..."।
অপর এক চাকরিপ্রার্থী বলেন, "১০ বছর যখন কেস চলছিল, তখন বলছিলেন হাইকোর্ট যদি রায় দেয় সাতদিনে প্যানেল বের করব।"
আরও এক চাকরিপ্রার্থী বলেন, "১০ বছর ধরে আমাদের প্যানেলটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। হাইকোর্টের নির্দেশ আছে, ২৮ অগাস্ট ....এক মাসের মধ্যে আমাদের নিয়োগের কথা ছিল। আজ ২৩ সেপ্টেম্বর। এরা না সংবিধান মানে, না আইন মানে। "
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।