SSC Case: চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ? প্রশ্ন হাইকোর্টের, কী জানাল রাজ্য?
SSC News: এরই মধ্যে চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ রাজ্যের? জানতে চাইল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

সৌভিক মজুমদার, কলকাতা: আজ যোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। বিকেলে ওই তালিকা প্রকাশ করা হতে পারে। গত ১১ এপ্রিল চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর SSC-র তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী। তালিকা প্রকাশের আগে রাজ্য সরকারের ওপর চাপ বাড়িয়ে আজ পথে নামছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ।
এরই মধ্যে চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ রাজ্যের? জানতে চাইল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 'SSC-র ওয়েবসাইটে OMR শিট আপলোডের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, হাইকোর্টের নির্দেশ কি পালন হয়েছে? কী পদক্ষেপ কমিশনের?' জানতে চাইল আদালত। 'নিয়োগের চারটি বিভাগেই পরবর্তী তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। তদন্ত কোন পর্যায়ে রয়েছে? CBI-কে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। তদন্ত শেষ, ১০ দিনের মধ্যে রিপোর্ট, জানাল CBI, পরশু ফের শুনানি।
আগামী পরশু ফের শুনানি। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, এই অভিযোগ এনে দায়ের হয় আদালত অবমাননার মামলা। সেই মামলায় এই নির্দেশ দেওয়া হয়।
এদিকে, চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি, এবার পথে নামলেন চাকরিহারা অশিক্ষক কর্মীরাও। সল্টলেকের করুণাময়ীতে আলাদা করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। রাজ্য সরকার ও SSC-র বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন চাকরিহারা অশিক্ষক কর্মীরা। তাঁদের প্রশ্ন, সুপ্রিম কোর্টে গিয়ে কেন শুধু চাকরিহারা শিক্ষকদের ফেরাতে সওয়াল করল স্কুল সার্ভিস কমিশন? স্কুলে কি অশিক্ষক কর্মীদের প্রয়োজন হয় না? তাহলে এই দ্বিচারিতা কেন? এর পাশাপাশি, চাকরিহারা শিক্ষকদের মতো তাঁরাও যোগ্য অশিক্ষক কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে বিকেলে বৈঠক রয়েছে চাকরিহারা অশিক্ষক কর্মীদের। এরপর SSC ভবন চলো অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।
২০১৬ সালের SSC পরীক্ষার OMR মিরর ইমেজ সম্পূর্ণ তালিকা প্রকাশের দাবি জানিয়েছে চাকরিহারাদের মঞ্চ। তার আগে সল্টলেকের আচার্য সদনে কড়া নিরাপত্তা। পুলিশে ছয়লাপ গোটা এলাকা।






















