SSC Exam: '১৪ লক্ষ ফেললেই স্কুলে চাকরি', SSC-র প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট! গ্রেফতার করল পুলিশ
SSC Paper Leak Allegation: ন্দ্রকোণা থেকে অরিন্দম পাল নামে একজন গ্রেফতার করা হয়েছে বলে খবর। SLST পরীক্ষায় প্রশ্ন পাইয়ে দেওয়ার নাম করে ফোন, ১৪ লক্ষ টাকা দিলেই চাকরি, এমন ফোন আসে

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ২০১৬ সালের SSC-তে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ। রবিবার SSC-র যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে, তার আগে প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ৫০ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বিরোধী দলনেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও। এদিকে SSC-র প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পোস্ট করলেন এক ব্যক্তি। ফেসবুকে পোস্ট করার পরই তাঁকে গ্রেফতার করল পুলিশ।
চন্দ্রকোণা থেকে অরিন্দম পাল নামে একজন গ্রেফতার করা হয়েছে বলে খবর। SLST পরীক্ষায় প্রশ্ন পাইয়ে দেওয়ার নাম করে ফোন, ১৪ লক্ষ টাকা দিলেই চাকরি, এমন ফোন আসে, ফেসবুকে এই অভিযোগ তুলে পোস্ট, গ্রেফতার করল পুলিশ। ধৃতের ছবি, ফেসবুক পোস্ট দিয়ে পঃ মেদিনীপুর জেলা পুলিশের তরফে বলা হয়েছে, 'SSC-র পরীক্ষাকে কলুষিত করার অপচেষ্টা চালানো হয়েছে। মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করলেও চন্দ্রকোণার বাসিন্দা। একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত অভিযুক্ত। ধৃত অরিন্দম বিজেপি কর্মী, সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা। জেরার মুখে অপরাধ স্বীকার করেছে ধৃত'
সূত্রের খবর, 'বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে অভিযুক্ত। চন্দ্রকোণার মাংরুল এলাকার বিজেপি কর্মী ধৃত অরিন্দম। এদিকে ধৃতের দাবি, টাকা ফেললেই পরীক্ষার ২দিন আগে পাওয়া যাবে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে পরীক্ষার ২দিন আগে বর্ধমানে যেতে হবে। তারপরেই প্রশ্ন ও উত্তরপত্র দিয়ে মুখস্থ করিয়ে নেওয়া হবে। নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে ফেসবুকে এমনই দাবি করে ধৃত।
পুলিশের তরফে ফেসবুক পোস্ট করে বলা হয়- 'আজ পুলিশের নজরদারিতে একটি ফেসবুক পোস্ট নজরে আসে, যেখানে Arindam Pal নামের এক ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের আসন্ন SLST পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর, পরীক্ষার দুদিন আগে পাইয়ে দেওয়ার কথা বলেছে। উক্ত পোস্টটিতে ওই ব্যক্তি নিজেকে মুর্শিদাবাদের বলে দাবি করেন। বিষয়টি নজরে আনা আসার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তদন্ত শুরু করে ও তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তির ঠিকানা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুল গ্রাম পঞ্চায়েতে এবং ওই ব্যক্তিটি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আগামী ৭ই ও ১৪ই সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হতে চলা স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষাকে সন্ধিহান ও কলুষিত করতে এবং সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের মধ্যে প্রশাসন - সরকারি পরীক্ষা ব্যবস্থাকে সন্দেহজনক করে তোলার অপচেষ্টা করে l ওই ব্যক্তি কে সনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদের সকলকে আবেদন করা হচ্ছে যে, এইরকম মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট সামাজিক মাধ্যমে যেকোনো ক্ষেত্রে যথেচ্ছ ভাবে পোস্ট করবেন না ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকুন, যা আপনাকে আইনত ব্যবস্থার সম্মুখীন করতে পারে।'
এদিকে, শুভেন্দু অধিকারীর প্রশ্ন-বিক্রির অভিযোগ খারিজ স্কুল সার্ভিস কমিশনের। '২টি পরীক্ষার প্রশ্নপত্রই সুরক্ষিত আছে, আশঙ্কার কোনও কারণ নেই', বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি স্কুল সার্ভিস কমিশনের।






















