SSC Vacancy: স্কুলে নিয়োগে ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদ প্রকাশ করল SSC, সবচেয়ে বেশি শূন্যপদ কোন বিষয়ে?
SSC Recruitment List: সমস্ত বিষয়েই শূন্যপদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আগামী রবিবার নবম-দশমের পরীক্ষা, পরের রবিবার একাদশ-দ্বাদশের পরীক্ষা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রকল্প নিয়ে তরজা যেমন চলছে, তেমন তোলপাড় চলছে SSC- দাগিদের তালিকা নিয়েও। শনিবার দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর সেই তালিকায় সামনে এসেছে তৃণমূলের নেতা, বিধায়কদের ঘরের লোক এমনকী খোদ তৃণমূল কাউন্সিলরের নামও। নাম রয়েছে বিজেপি-সিপিআইএম নেতাদের নামও। যা নিয়ে রাজনীতিতে শোরগোল। এরই মধ্যে স্কুলে নিয়োগে ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদ প্রকাশ করল এসএসসি।
শুক্রবার ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ SSC-র। নবম-দশমে ২৩ হাজার ২১২টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষক নিয়োগে ৭, ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে। ৭ সেপ্টেম্বর, রবিবার: SSC-র নবম-দশমের পরীক্ষা, ১৪ সেপ্টেম্বর: SSC-র একাদশ-দ্বাদশের পরীক্ষা ।
দেখা যাচ্ছে, সমস্ত বিষয়েই শূন্যপদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আগামী রবিবার নবম-দশমের পরীক্ষা, পরের রবিবার একাদশ-দ্বাদশের পরীক্ষা। দেড় ঘণ্টার পরীক্ষা হবে। এর আগেই এই তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ নিয়ে মামলা চলায় টানাপোড়েন ছিল। তবে এবার ১৭% OBC তালিকা ধরে শূন্যপদের সংখ্যা ধরেই নতুন তালিকা প্রকাশ করল কমিশন। নবম-দশমে সবচেয়ে কম শূন্যপদ ভূগোলে, সবচেয়ে বেশি শূন্যপদ ভৌতবিজ্ঞানে।
এদিকে, এই শূন্যপদ কত হতে পারে, তা নিয়ে বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়াম থেকে ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিষয়ভিত্তিক ও জাতি-ভিত্তিক তালিকা প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এই তালিকা প্রকাশ্যে এনেছে এসএসসি।
অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশনের তালিকায় অনেক দাগি প্রার্থীর নাম নেই। সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন চাকরিহারা এক যোগ্য় শিক্ষক। পুরো বিষয়টা যাচাই করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সর্বোচ্চ আদাতের নির্দেশ, স্কুলে যোগ দেননি কিন্তু 'দাগি' এমন কেউ যেন পরীক্ষায় বসতে না পারেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট করে নির্দেশ দিয়েছে, যাঁরা 'দাগি' বলে চিহ্নিত, তাঁরা যেন কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। সুপ্রিম কোর্টের তরফে এও বলা হয়েছে, দাগি বলে চিহ্নিত এমন, যাঁদের আগে নিয়োগ করা হয়নি, সেই প্রার্থীদেরও এবার পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়।






















