Abhijit Gangopadhyay:প্রয়োজনে নবান্নের দুয়ারে গিয়ে চিঠি নিয়ে দাঁড়াব, ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এক্সক্লুসিভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Abhijit Gangopadhyay On Bratya On Mamata On SSC Scam :ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রীর সরাসরি প্রশ্নের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলেন বড়সড় বার্তা ..

কলকাতা: চাকরি বাতিল ইস্যুতে শাসক ও বিরোধী দল প্রায় প্রত্যেকেই সরব। যোগ্য ও অযোগ্য পৃথকীকরণ নিয়ে বারবার প্রশ্ন উঠছে। মূলত সুপ্রিম নির্দেশের পর চাকরিহারাদের বাঁচাতে কমিটি গড়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি আজ তিনি গিয়েছিলেন এসএসসি দফতরে। এরপর সন্ধ্যায় এবিপি আনন্দ-র 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা প্রসঙ্গে আবারও উঠে আসে সেই কমিটি গড়ার কথা। এদিকে এদিন 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠান সরাসরি দেখছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপর তিনিও টেলিফোনে যোগ দেন এই অনুষ্ঠানে। এরপরেই ঘটনার মোড়। 'মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মিডিয়ায় না বলে সরাসরি মুখ্যমন্ত্রীকে কেন বলছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় ?' টেলিফোন ওপার থেকে প্রশ্ন তোলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপরেই এবিপি আনন্দ-র 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে বড় বার্তা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন, 'চোর..' প্রসঙ্গ টেনে আক্রমণ কল্যাণের ! ' BJP থেকে কমিশন খেয়েছেন ব্যর্থ আইনজীবী..', পাল্টা সৌগত
সুমন দে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এবিপি আনন্দ: আমার দুটো নির্দিষ্ট প্রশ্ন আছে। তাহলে কি আপনি চাইছেন বা বলছেন যে প্রস্তাবটা ইথার তরঙ্গে ভাসিয়ে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি যদি মুখ্যমন্ত্রীকে চিঠি দেন, তাহলে এই যে ফর্মুলা, এই যে সর্বদল একটা কমিটি, এটা বিবেচনা করে দেখা হবে, বাস্তবসম্মত বা এটা নিয়ে সরকার ভাবনা চিন্তা করবে ?
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু: অভিজিৎ বাবু তো এই সিস্টেমে এতদিন কাজ করেছেন। তিনি যদি দক্ষ টিমকে কাজে লাগাতে চান, এবং মুখ্যমন্ত্রী যদি তাতে সম্মত হন, সেখানে আমার কী বলার থাকতে পারে ? ! আমি বলছি যে, যেটা উনি মুখ্যমন্ত্রীকে বলতে চান, সেটা মিডিয়ায় না বলে, উনি মুখ্যমন্ত্রীকে সরাসরি চিঠি লিখতে পারেন। কারণ সেদিন তিনি যে অ্যাপিলটা করেছিলেন, উনি বলেছিলেন দলমতের উর্ধ্বে উঠে দিদিকে বলছি। যখন কেউ এভাবে অ্যাপিল করে, তখন তার মধ্যে রাজনৈতিক রঙ থাকে না, ব্যাক্তির ছোঁয়া থাকে। কিন্তু মিডিয়ায় বললে.. সেটা বোঝা যায় না।
সুমন দে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এবিপি আনন্দ: আপনি কি মুখ্যমন্ত্রীকে কোনও চিঠি দেওয়ার কথা ভাবছেন আপনার এই প্রস্তাবটা নিয়ে ?
অভিজিৎ গঙ্গোপাধ্যায় : কাল সকাল ১২ টার মধ্যে পাঠিয়ে দেব। প্রয়োজনে আমি নিজে গিয়ে নবান্নের দুয়ারে দাঁড়াব। এই চিঠিটা প্রয়োজনে হাতে লিখে নিয়ে, নবান্নের দুয়ারে গিয়ে দাঁড়াবো। হাতজোড় করে বলব, একটু দেখুন।






















