SSC Scam: কসবাকাণ্ডের প্রতিবাদে কাল মিছিলের ডাক, পরশু SSC ভবন অভিযান..
SSC Scam Protest Rally: কসবায় চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি, লাঠি! প্রতিবাদে কাল মিছিলের ডাক, কী প্রতিক্রিয়া চাকরিহারাদের ?

কলকাতা: কসবায় চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি, লাঠি! চাকরি বাঁচাতে DI অফিসে গিয়ে মার খেলেন শিক্ষকরাই! কসবাকাণ্ডের প্রতিবাদে কাল মিছিলের ডাক, পরশু SSC ভবন অভিযান। সমাজের সকলস্তরের মানুষকে যোগ দিতে আহ্বান।
আরও পড়ুন, ফেলে পেটানো হল চাকরিহারা শিক্ষকদের ! ফিরহাদ বললেন 'ভরসা রাখতে হবে মুখ্যমন্ত্রীর উপর..'
এদিন চাকরিহারদের তরফে বলা হয়, যারা আছি সমাজের মানুষ, আমরা ভোট দিয়ে সরকার তৈরি করি। তারাই বিধানসভায় বসে আইন তৈরি করে, যে ঘুষ নিলে, চুরি করলে শাস্তি হবে।অথচ তাঁরাই যদি ঘুষ নেওয়ার বা চুরি করার কাজটা করে থাকে...সাধারণ মানুষ তাঁদের তো দোষ থাকতেই পারে,এই জন্যই তো সিস্টেম তৈরি করা।
সাংবাদিক: পুলিশের তরফে বলা হচ্ছে যে, আপনারা এই ধরণের কর্মসূচি নিলে, আগে থেকে তাঁদের জানাতে হবে।
চাকরিহারা: আমরা তো স্বাভাবিকভাবে মেল করেই থাকি। মেল করে দেব। যেমনভাবে মেল করা হয়, আমরা পুলিশকে নিশ্চয়ই মেল করে দেব।
সাংবাদিক: কোনও রাজনৈতিক ব্যাক্তি উপস্থিত থাকবে ওখানে ?
চাকরিহারা: দেখুন, আমরা নিজেরাই তো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সমস্ত রাজনৈতিক ষড়যন্ত্র আমরা আর বেশি এক্সপ্লেন করতে চাইছি না। আমরা শুধু একটাই কথা বলছি, শাসক এবং বিরোধী সবাই কিন্তু বিধানসভা নির্বাচন লড়বে।..
চাকরি বাতিল ইস্যুতে রণক্ষেত্র কলকাতার কসবা। একই দাবিতে জেলায় জেলায় আছড়ে পড়ল চাকরিহারাদের ক্ষোভ। যোগ্য়দের চাকরি ফেরানোর দাবি নিয়ে গিয়ে, পুলিশের হাতে মার খেলেন চাকরিহারারা। প্রতিবাদে গিয়ে কেউ আবার পুলিশেরই পা ধরে কান্নাকাটি করতে থাকেন। রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়ল বুধবার।চাকরি চেয়ে জুটল মার। পুলিশের পা ধরে কাঁদছেন শিক্ষক!কলকাতা থেকে জেলা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, চাকরি বাতিল ইস্যুতে, চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়ল বুধবার..।
বর্ধমানে পুলিশের লাঠিচার্জ, বাঁকুড়ায় পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, মালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তমলুকে শিক্ষকদের পথ অবরোধ, বারাসতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, উত্তর চব্বিশ পরগনার বারাসতে জেলা পরিষদের সংযোজিত ভবনে এসএসসি অফিসের গেটে ঝুলছে তালা..।গেটের বাইরে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পুলিশি বাধার মুখে পড়ে শুরু হয় ধস্তাধস্তি! পূর্ব বর্ধমানের কার্জন গেট থেকে র্যালি করে ডিআই অফিসে যান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। অফিসের গেটে তালা ঝোলাতে গেলেই আসে পুলিশি বাধা।শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করে পুলিশ।






















