SSC Scam: জামিনের আর্জি খারিজ মানিকের, ফের জেল হেফাজতেই, হেনস্থার অভিযোগ তুললেন তাঁর আইনজীবী
Manik Bhattavcharya: ১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষে মঙ্গলবার মানিককে আদালতে পেশ করে ইডি। সিজিও কমপ্লেক্স থেকে মানিককে প্রথমে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য।
কলকাতা: আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গেল প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যে (Manik Bhattacharya)। ২৮ অক্টোবর পর্যন্ত ফের তাঁকে জেল হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট কেন ছিল, প্রশ্ন তোলে ইডি।
আদালতে মানিকের জামিনের আর্জি ফের খারিজ
১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষে মঙ্গলবার মানিককে আদালতে পেশ করে ইডি। সিজিও কমপ্লেক্স থেকে মানিককে প্রথমে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। তার পর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। জামিনের বিরোধিতা করে তৃণমূল বিধায়ককে জেলে পাঠানোর আবেদন জানায় ইডি।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক যে সরাসরি জড়িত, আর্থিক লেনদেনের জন্য নিজের ছেলে ও ছেলের সংস্থাকে ব্যবহার করেছেন, ইডি-র তরফে সেই তথ্যও আদালতে তুলে ধরা হয়। এর আগে সুপ্রিম কোর্টেও মানিকের বিরুদ্ধে একই অভিযোগ করেছিল ইডি।
এ দিন ব্য়াঙ্কশাল কোর্টে ইডি জানায়, মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামের মৃত এক ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। ইডি প্রশ্ন তোলে, ২০১৬-এ মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু, তারপরেও কেন জয়েন্ট অ্যাকাউন্ট? কে এই মৃত্যুঞ্জয় চক্রবর্তী? কেন তার সঙ্গে মানিক-পত্নীর জয়েন্ট অ্যাকাউন্ট? ছয় বছর আগে মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু, এখনও কেন অ্যাকাউন্টে ৩ কোটি?
আরও পড়ুন: SSC: ধর্নার ৫৯০ দিন, হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় SSC-র চাকরিপ্রার্থীরা
ইডির সন্দেহ, চাকরি বিক্রিরই ৩ কোটি টাকা রয়েছে রহস্যময় জয়েন্ট অ্যাকাউন্টে। মানিকের বাড়িতে ৪ হাজার প্রার্থীর নাম, তার মধ্যে আড়াই হাজারের চাকরি হয়েছে বলে দাবি ইডি-র। তৃণমূল বিধায়কের ১০ কোটির সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলেো জানান তদন্তকারীরা। ডিইএলইডি কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের জন্য ছাত্র প্রতি ৫ হাজার করে নেওয়া হয় বলে দাবি করেন তাঁরা।
শুধু তাই নয়, ইডি-র নজরে রয়েছেন মানিক-পুত্র সৌভিক ভট্টাচার্যও। প্রতি ১৪ দিনে আরও নতুন তথ্য পাওয়া যাবে, কোর্টে দাবি ইডি-র। জামিনের আবেদন জানিয়ে কোর্টে পাল্টা সওয়াল করেন মানিকের আইনজীবী। তিনি বলেন, "৩ মাস ধরে ইডি-র জেরার মুখোমুখি মানিক। সব তথ্যই দেওয়া হয়েছে। আইন কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। তদন্ত হোক, কিন্তু অভিযুক্তকে বাঁচিয়ে রাখতে হবে।"
মানিককে হেনস্থা করা হচ্ছে, পাল্টা দাবি তাঁর আইনজীবীর
মানিকের জামিনের সওয়ালে ব্রিটেনের নব নিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনকের প্রসঙ্গও তোলেন ইডি-র আইনজীবী। তিনি বলেন, "সল্টলেক থেকে প্রতিদিন শারীরিক পরীক্ষার জন্য জোকা নিয়ে যাওয়া হচ্ছে। হেনস্থা এখান থেকেই শুরু।" এর পাল্টা ইডি বলে, "পার্থ মামলায় এসএসকেএম নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ আমরা জানি।" জোকা ইএসআই-এ মানিকের স্বাস্থ্য পরীক্ষা নিয়েই এমন মন্তব্য করে ইডি।