Partha Chatterjee: কোন বেঞ্চে পার্থর মামলা? সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি
SSC Case: মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।
কলকাতা: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়। মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। কোন বেঞ্চ শুনবে মামলা, সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি।
বুধবার সিঙ্গল বেঞ্চের নির্দেশের পরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে (Division Bench) গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলা। কিন্তু ঠিকমতো মামলা দায়ের না হওয়ায় সেই মামলায় কোনও নির্দেশ দিতে অস্বীকার করে ওই বেঞ্চ। যার ফলে সিঙ্গল বেঞ্চের (Single Bench) নির্দেশ বহাল থাকে। তারপরে আদালত অবমাননা এড়াতেই সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই সিবিআই অফিসে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিন-সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
এর আগে ডিভিশন বেঞ্চে ধাক্কা:
এর আগে এসএসসি নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরারও নির্দেশ দিয়েছিলেন। সেবার ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন পার্থ। সেখানে সবকিছুর উপর স্থগিতাদেশ দেওয়া হয়। বুধবার এসএসসি মামলাগুলির শুনানি ছিল বিচারপতির সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেখানে সিঙ্গল বেঞের রায়ই বহাল রাখা হয় এবং আঘের সিঙ্গল বেঞ্চেই মামলা ফেরানো হয়। তারপরেই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই অফিসে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে মামলা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। যদিও বুধবার ঠিকমতো মামলা দায়ের না হওয়ায় সেই মামলায় কোনও নির্দেশ দিতে অস্বীকার করে ওই বেঞ্চ। এবার অব্যাহতি নিয়ে নিলে তাঁরা। ফলে কোন বেঞ্চ মামলা শুনবে তার স্থির করবেন প্রধান বিচারপতি (Chief Justice)।
আরও পড়ুন: ‘আদালতের নির্দেশ অমান্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী', আরও বিপাকে পরেশ অধিকারী