Akhil Giri:নিচুতলার প্রশাসনিক কাজকর্মে ঢিলেমি রয়েছে, অখিল গিরির প্রকাশ্য মন্তব্যে তুমুল শোরগোল
Minister Makes Controversial Comment:নিচুতলার প্রশাসনিক কাজকর্মে ঢিলেমি রয়েছে। সরকারি অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য ঘিরে তুমুল শোরগোল। পরিকাঠামোর হাল কী, তা মন্ত্রীর কথাতেই স্পষ্ট।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নিচুতলার প্রশাসনিক কাজকর্মে (Laziness In Administration) ঢিলেমি রয়েছে। সরকারি অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী (State Minister) অখিল গিরির (Akhil Giri) মন্তব্য ঘিরে তুমুল শোরগোল। পরিকাঠামোর হাল কী, তা মন্ত্রীর কথাতেই স্পষ্ট। কটাক্ষ করেছেন বিরোধীরা (Opposition)।
কী অভিযোগ?
তৃণমূল বিধায়ক ও কারামন্ত্রীর অভিযোগ, মৎস্য মন্ত্রী থাকাকালীন কাঁথির কালীনগরে মাছ প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির জন্য জমি চেয়ে আবেদন করেছিলেন। একাধিকবার দরবার করেও নানা জটিলতায় সেই জমি এখনও হাতে পায়নি মৎস্য দফতর, যার জেরে পরিকল্পনাতেই আটকে গিয়েছে মাছ প্রক্রিয়াকরণ ইউনিট। এবার সরকারি অনুষ্ঠানের মঞ্চেই সেই কথা বললেন কারামন্ত্রী। তাঁর কথায়, 'আমরা পেলামই না জায়গাটা। ফিশারি ডিপার্টমেন্ট পেলই না জায়গাটা।' শনিবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের নিয়ে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে তিনি আরও বলেন, 'মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাজে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। কিন্তু নিচুতলার কর্মীরা ঢিলেমি করেন। সেটি কাটিয়ে দিলে ভালো হবে।'বর্তমানে রাজ্যের মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলেন, 'নেতিবাচক ভাবনা করে আমাদের কী লাভ? আমাদের ইতিবাচক ভাবে এগোতে হবে। উন্নতি করতে হবে। অখিল এই কথা বলেছে কিনা, কেন বলেছে সেটা ওর সঙ্গে কথা বলব।' রাজ্যের মন্ত্রীর মুখে প্রশাসনিক কাজের সমালোচনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সরগরম রাজ্য রাজনীতি...
রাজ্যের প্রশাসনিক কাজকর্ম নিয়ে এতদিন বিরোধীরা অভিযোগ তুলতেন। পঞ্চায়েত ভোটের আগে এবার রাজ্যের মন্ত্রী এনিয়ে মুখ খোলায় সরগরম রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, গত নভেম্বরেও রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমস্যায় জড়িয়েছিলেন মন্ত্রী। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি করে বিজেপি। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল হয়। বেশ খানিকক্ষণ রাস্তা রোকো চলে। নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে এফআইআর। মন্ত্রীকে গ্রেফতারির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ হয়। চুঁচুড়াতেও মন্ত্রীর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ করে বিজেপি। অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল। বেশ খানিকক্ষণ রাস্তা রোকো। নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে এফআইআর করা হয়। মন্ত্রীকে গ্রেফতারির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। অন্যদিকে, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’।
আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনুর আরও সম্পত্তির হদিশ, মিলল বাড়ির খোঁজ