(Source: Poll of Polls)
Doctors Corona Affected : রাজ্যজুড়ে করোনার থাবায় আক্রান্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা, পরিষেবা নিয়ে তৈরি হচ্ছে গভীর উদ্বেগ
প্রায় সকল স্বাস্থ্যকর্মীরই জোড়া ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকায় তাদের মধ্যে দেখা যাচ্ছে মৃদু উপসর্গ। হালকা জ্বর, গা-মাথা ব্যথা ও কাশি রয়েছে বেশিরভাগের।
ঝিলম করঞ্জাই, কলকাতা : করোনার তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) কালো মেঘে ক্রমশ অন্ধকারাচ্ছন্ন আবহ তৈরি করে তুলছে রাজ্যে। দক্ষিণ হোক বা উত্তরবঙ্গ, ক্রমশ লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর এই অবস্থায় চিন্তা আরও বাড়াচ্ছে রাজ্যের একাধিক হাসপাতালে চিকিৎসক (Doctot), নার্স (Nurse), স্বাস্থ্যকর্মীদের (Health Worker) আক্রান্ত হওয়ার খবর। যেভাবে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে রাজ্যজুড়ে চলা তৃতীয় ঢেউয়ের মাঝে আগামী দিনে চিকিৎসা পরিষেবা নিয়ে তৈরি হয়েছে। ইতিমধ্যে হাজরার চিত্তরঞ্জন সেবা সদনে এমার্জেন্সিতে রোগীর পরিস্থিতি খতিয়ে দেখে রোগী ভর্তি করানো হচ্ছে, যে অবস্থা নিতে বাকি হাসপাতালগুলিও বাধ্য হলে পরিস্থিতি ঠিক কোন দিকে এগোবে, তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
এই মুহূর্তে ৩দিনে কলকাতা মেডিক্যালে ১৬৯জন আক্রান্ত, ডিন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সবমিলিয়ে কীভাবে স্বাভাবিক থাকবে পরিষেবা? চিন্তিত কর্তৃপক্ষ। এদিকে, বারুইপুর হাসপাতালের ৩ চিকিৎসক, নার্স-সহ ১০জন সংক্রমিত। দ্বিতীয় ডোজ নিয়েও সংক্রমিত পোলবা হাসপাতালের চিকিৎসক-নার্স। আসানসোল হাসপাতালে ২ চিকিৎসক-সহ ১০জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত। উত্তরবঙ্গ মেডিক্যাল: ১৪জন ইন্টার্ন, ৩জন নার্স করোনা আক্রান্ত। জলপাইগুড়ি হাসপাতালে ৫জন নার্স করোনা আক্রান্ত। উলুবেড়িয়া হাসপাতালের সুপার, চিকিৎসক-সহ ১২জন আক্রান্ত। হাওড়ার নারায়ণা হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ আক্রান্ত ৪৫।
এত সংখ্যায় চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী কেন আক্রান্ত হচ্ছেন ? চিকিৎসক মহলের ব্যাখ্যা, করোনা যোদ্ধা হিসেবে একেবারে শুরুতেই ভ্যাকসিন নিলেও তার কার্যক্ষমতা অনেকটা কমেছে। যার জেরে রূপ বদলে ভাইরাস আক্রান্ত করছে তাদের। তবে সৌভাগ্যবশত প্রায় সকল স্বাস্থ্যকর্মীরই জোড়া ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকায় তাদের মধ্যে দেখা যাচ্ছে মৃদু উপসর্গ। হালকা জ্বর, গা-মাথা ব্যথা ও কাশি রয়েছে বেশিরভাগের।
একঝলকে রাজ্যের কোন হাসপাতালে কতজন চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত-
- ৩দিনে কলকাতা মেডিক্যালে ১৬৯জন আক্রান্ত।
- ডিন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
- কীভাবে স্বাভাবিক থাকবে পরিষেবা? চিন্তিত কর্তৃপক্ষ।
- বারুইপুর হাসপাতালের ৩ চিকিৎসক, নার্স-সহ ১০জন সংক্রমিত।
- দ্বিতীয় ডোজ নিয়েও সংক্রমিত পোলবা হাসপাতালের চিকিৎসক-নার্স
- আসানসোল হাসপাতাল: ২ চিকিৎসক-সহ ১০জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত।
- উত্তরবঙ্গ মেডিক্যাল: ১৪জন ইন্টার্ন, ৩জন নার্স করোনা আক্রান্ত।
- জলপাইগুড়ি হাসপাতাল: ৫জন নার্স করোনা আক্রান্ত।
- উলুবেড়িয়া হাসপাতাল: সুপার, চিকিৎসক-সহ ১২জন আক্রান্ত।
- হাওড়ার নারায়ণা হাসপাতাল: চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ আক্রান্ত ৪৫
- (৪ জানুয়ারি ২০২১-র পরিসংখ্যান।)
আরও পড়ুন- 'করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই রয়েছি আমরা', জানিয়ে দিলেন চিকিৎসকেরা
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )