Suvendu Adhikari: 'অনশন তুলে নিন, আন্দোলন নয়', DA আন্দোলনকারীদের ট্যুইটবার্তা শুভেন্দুর
ট্যুইটে বিরোধী দলনেতা লেখেন, অনির্দিষ্টকাল অনশনকারী রাজ্য সরকারি কর্মীদের মাননীয় রাজ্যপালের অনুরোধ বিবেচনা করে অনশন তুলে নেওয়ার আবেদন জানাচ্ছি।
কলকাতা: রাজ্যপালের (Governor) অনুরোধ মেনে নিয়ে অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়ে DA আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ট্যুইটে বিরোধী দলনেতা লেখেন, অনির্দিষ্টকাল অনশনকারী রাজ্য সরকারি কর্মীদের মাননীয় রাজ্যপালের অনুরোধ বিবেচনা করে অনশন তুলে নেওয়ার আবেদন জানাচ্ছি। আপনারা আন্দোলন চালিয়ে যান। কারণ আপনাদের দাবিগুলি ১০০% বৈধ। রাজ্য সরকার সেগুলি মানতে বাধ্য। ট্যুইটে লেখেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'অনশন তুলে নিন, আন্দোলন নয়। রাজ্যপালের অনুরোধ রক্ষায় অনশন তুলে নিন। কিন্তু রাজ্য সরকার যতক্ষণ আপনাদের দাবি না মানছে, আন্দোলন চালিয়ে যান'।
রাজ্যপালের আহ্বান: বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের অনশন তুলে আলোচনায় বসার জন্য শনিবার আহ্বান জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন যৌথ সংগ্রামী মঞ্চের পাঁচ প্রতিনিধি। কিন্তু তারপরও অধরাই রয়ে গেল সমাধান সূত্র! অনশনে অনড় রইলেন আন্দোলনরত সরকারি কর্মীরা। সরকার সম্মানজনক শর্তে রাজি হলে তবেই অনশন প্রত্যাহার করা হবে। রাজভবনের বৈঠক থেকে বেরিয়ে এসে বার্তা দিল সংগ্রামী যৌথ মঞ্চ!
৪৫ দিনে আন্দোলন: ফলে এখনই বকেয়া ডিএ ইস্যুতে সরকার ও সরকারি কর্মীদের একাংশের সংঘাত থামার এখনই কোনও লক্ষণ দেখা যাচ্ছে না! বাজেটে ৩ শতাংশ ডিও বৃদ্ধির পরও, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক এখন ৩২ শতাংশ। যার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন রবিবার ৪৫ দিনে পড়ল! ৩১ দিন ধরে চলছে অনশনও! প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন অনশনকারীরা। এই পরিস্থিতিতে শনিবার বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করে ট্যুইট করেন রাজ্যপাল। সেইমতো এদিন সকালে রাজভবনের তরফে ফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়। ঠিক হয় সকাল সাড়ে ১১টা নাগাদ, রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচজন প্রতিনিধি। সকাল সোয়া ১১টা নাগাদ রাজভবনের উদ্দেশে রওনা দেন সংগামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল।
রাজভবনে পৌঁছনোর পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রায় মিনিট কুড়ির বৈঠক হয়ে মঞ্চের প্রতিনিধিদের। কিন্তু তারপরও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি! বৈঠককে সন্তোষজনক বললেও, আন্দোলনকারীদের দাবি, রাজ্য সরকার, রাজভবন ও আন্দোলনকারীদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে। অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ট্যুইটে বিরোধী দলনেতা লেখেন, অনির্দিষ্টকাল অনশনকারী রাজ্য সরকারি কর্মীদের মাননীয় রাজ্যপালের অনুরোধ বিবেচনা করে অনশন তুলে নেওয়ার আবেদন জানাচ্ছি। আপনারা আন্দোলন চালিয়ে যান। কারণ আপনাদের দাবিগুলি ১০০% বৈধ। রাজ্য সরকার সেগুলি মানতে বাধ্য। এই মুহূর্তে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দুই অনশনকারী।