Student Missing: ৬ দিন কেটে গেলেও এখনও নিখোঁজ ছেলে, প্রতিবাদে ধর্নায় বাবা-মা
Parents Agitation: পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার থেকে নিখোঁজ বিধাননগর মিউনিপ্যালিটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্র। থানায় মিসিং ডায়েরিও করা হয়।
জয়ন্ত পাল, কলকাতা: ৬ দিন কেটে গেলেও পুলিশ নিখোঁজ ছেলের হদিশ দিতে না পারায় থানার সামনে ধর্নায় বসলেন পড়ুয়ার বাবা-মা (Parents Agitation)। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার থেকে নিখোঁজ বিধাননগর মিউনিপ্যালিটি স্কুলের (Bidhannagar Municipality School) নবম শ্রেণির এক ছাত্র। থানায় মিসিং ডায়েরিও করা হয়। কিন্তু তারপর এতদিন কেটে গেলেও ছেলের খোঁজ না পেয়ে আজ সকালে বৃষ্টির মধ্যেই বাগুইআটি থানার (Baguiati Police Station) সামনে ধর্নায় বসেন নিখোঁজ ছাত্রের বাবা-মা। শেষপর্যন্ত তাঁদের বুঝিয়ে থানার ভিতরে নিয়ে যান পুলিশ কর্মীরা। পুলিশ নিখোঁজ পড়ুয়ার সন্ধানে তত্পর নয়, এটাই অভিযোগ বাবা-মায়ের।
View this post on Instagram
উল্লেখ্য, পরিবার সূত্রে খবর গত ৮ জুলাই থেকে ওই ছাত্রের খোঁজ মিলছে না। এরপরই প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার। ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। কিন্তু পরিবারের অভিযোগ, এতদিন কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি ছাত্রের। পুলিশকর্মীরা তৎপর নয় বলেও অভিযোগ ছাত্রের বাবা মায়ের। প্রতিবাদে এদিন বাগুইআটি থানার সামনে ধর্নায় বসেন বাবা-মা। যদিও পরে পুলিশকর্মীরাই তাঁদের থানায় নিয়ে যা্ন।
আরও পড়ুন: South Dinajpur News: দুয়ারে রেশনে কারচুপি-র অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের