Subhashgram Fire: ১৪ ঘণ্টা ধরে জ্বলছে সুভাষগ্রামের প্লাস্টিক কারখানা, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
South 24 Paragana Fire: গতকাল রাত সোয়া ৮টা নাগাদ আগুন লাগে। সেইসময় বেশ কয়েকজন শ্রমিক ছিলেন।
রঞ্জিত সাউ, কলকাতা: ১৪ ঘণ্টা ধরে জ্বলছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) সুভাষগ্রামে (Subhash Gram) প্লাস্টিকের ব্যাগ (Plastice Bag) তৈরির কারখানার আগুন (Fire)।
দমকল সূত্রে খবর, ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। এখনও ৫টি জায়গায় পকেট ফায়ার রয়েছে। গতকাল রাত সোয়া ৮টা নাগাদ আগুন লাগে। সেইসময় বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। কোনওক্রমে রক্ষা পান তাঁরা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
শুক্রবার, গভীর রাতে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া পোলট্রিতে। ফাস্ট ফুডের দোকানেই ঘুমিয়ে ছিলেন মালিক। কোনওক্রমে বাইরে বেরিয়ে প্রাণে বাঁচেন। স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিভলেও পুড়ে ছাই ফাস্ট ফুডের দোকান ও পোলট্রি। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন দুই ব্যবসায়ী।
এর আগে আসানসোলের ভাঙা পাঁচিল এলাকায় ডিপার্টমেন্টাল স্টোরে বিধ্বংসী আগুন লেগেছিল। গত রবিবার সকাল সাড়ে ৮ টা নাগাদ ডিপার্টমেন্টাল স্টোরের দোতলার গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু হয়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩ টি ইঞ্জিন। ডিপার্টমেন্টাল স্টোরের দোতলার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। অভিযোগ, অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও তা কাজ করেনি।
আরও পড়ুন, টাকা উপার্জনের জন্য নয়, মন ভাল রাখতে চপ বিক্রি করে চলেছেন অশীতিপর বৃদ্ধ! মন কেড়েছে নেটিজেনদের
কিছুদিন আগে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল হাওড়ার মঙ্গলাহাট। লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেছে ৪ হাজারের বেশি দোকান। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের থেকে অনুদানের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আর কয়েকমাস পরে পুজো। বছরের এই সময়টায় সবচেয়ে বেশি ব্যবসা হয়। এবার অগ্নিকাণ্ডে কার্যত সর্বস্বান্ত হয়েছেন ব্যবসায়ীরা।