CBI: তদন্তে সহযোগিতা করছেন না সুবীরেশ, আদালতে দাবি সিবিআইয়ের
Subiresh Bhattacharya: 'তিনি যদি সহযোগিতা না করেন, তাহলে তাঁকে হেফাজতে চেয়ে আবেদন করুন’, সিবিআইকে বললেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
সৌভিক মজুমদার, কলকাতা: তদন্তে সহযোগিতা করছেন না সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya), আদালতে দাবি সিবিআইয়ের (CBI)। ‘সুবীরেশ ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করা হয়েছে, আবার জেরা করা হবে। সেজন্যই সম্প্রতি সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আবেদন খারিজ হয়েছে। অন্য মামলায় যুক্ত আছেন কিনা, খোঁজ করা হচ্ছে, জানাল সিবিআই।
‘গ্রুপ ডি মামলায় ৫৪২ চাকরি বাতিল, ৩৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যদি সহযোগিতা না করেন, তাহলে তাঁকে হেফাজতে চেয়ে আবেদন করুন’, সিবিআইকে বললেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। ‘আপনারা কোন পরিস্থিতিতে দিল্লি-অসম বা ভুবনেশ্বরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে পারেন? যেমন সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে শিলং-এ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল’, সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি।
আরও পড়ুন, কাঁথিতে তৃণমূলের সভায় ছাড়পত্র, 'শর্ত মেনেই' আয়োজনের নির্দেশ আদালতের
সেটা বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে, জানাল সিবিআই। সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে না নিলে তথ্য জানা সম্ভব নয়, মন্তব্য বিচারপতির। জেলে কতক্ষণ জেরা করতে পারেন? সিবিআইকে প্রশ্ন বিচারপতির। ‘আপনারা সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নেওয়ার আবেদন জানান’। তারপর অন্য কোথাও নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেব, মন্তব্য বিচারপতির। একই ধরনের নির্দেশ মানিক ভট্টাচার্যর ক্ষেত্রেও দিতে হবে, মন্তব্য বিচারপতির।
‘সিবিআইয়ের ক্ষেত্রে মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন’, আদালতে সওয়াল করল সিবিআই। ‘রক্ষাকবচ খারিজের আবেদন করুন, আমাকে কি আবার সিট পুনর্গঠন করতে হবে?’ সিবিআইয়ের উদ্দেশে মন্তব্য বিচারপতির।