Subiresh Bhattacharya: জেলে বসে সংগঠন পরিচালনা সুুবীরেশের! চাঞ্চল্যকর অভিযোগ অধ্যক্ষদের
Subiresh Bhattacharya Update: কোন জাদুবলে সুবীরেশ এখনও অধ্যক্ষ পরিষদের সভাপতি? সম্মানের খাতিরে পদত্যাগ করুন সুবীরেশ। সাংবাদিক বৈঠক করে দাবি কলেজ অধ্যক্ষদের একাংশের।
কলকাতা: জেলে বসে সংগঠন পরিচালনা করছেন। জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ অধ্যক্ষদের একাংশের। কোন জাদুবলে সুবীরেশ এখনও অধ্যক্ষ পরিষদের সভাপতি? সম্মানের খাতিরে পদত্যাগ করুন সুবীরেশ (Subiresh Bhattacharya)। সাংবাদিক বৈঠক করে দাবি কলেজ অধ্যক্ষদের একাংশের। 'করোনার জন্য দুবছর কিছু করা যায়নি। ২২ জানুয়ারি সম্মেলনে প্রত্যেক পদে নতুন লোক আসবেন'। বিতর্কের মুখে সাফাই অধ্যক্ষ পরিষদের।
সুবীরেশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ: জেলে বসে অধ্যক্ষদের সংগঠন চালাচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য? স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সভাপতি সম্পর্কে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অধ্যক্ষদের একাংশ।সভাপতি পদ থেকে সুবীরেশ ভট্টাচার্যর পদত্যাগেরও দাবি তুলেছেন তাঁরা।
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, ১৯ সেপ্টেম্বর CBI-এর হাতে গ্রেফতার হন সুবীরেশ ভট্টাচার্য। বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন।গ্রেফতারির পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং হিলস ইউনিভার্সিটির উপাচার্যর পদ থেকে সুবীরেশ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হলেও, জেলবন্দি অবস্থায় এখনও নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি পদে বহাল রয়েছেন তিনি। ৬ বছর ধরে ওই পদেই রয়েছেন, একদা শ্যামাপ্রসাদ কলেজ থেকে লিয়েন নেওয়া অধ্যক্ষ সুবীরেশ।
মঙ্গলবার, আচার্য জগদীশ চন্দ্র কলেজে মিলিত হয়েছিলেন, স্যর গুরুদাস মহাবিদ্যালয়, চিত্তরঞ্জন কলেজ, হাবড়ার শ্রীচৈতন্য কলেজ, বিদ্যাসাগার কলেজ, সুরেন্দ্রনাথ কলেজের সান্ধ্য বিভাগ, মির্জাপুর সিটি কলেজের অধ্যক্ষরা। সেখানেই, সুবীরেশ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ তোলেন তাঁরা। আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি বলেন, "আমরা কখনই চাই না, একজন জেলবন্দি, জেলে থেকে এতবড় সংগঠন পরিচালনা করুন। শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে জেলবন্দি থেকে নিজের সম্মানের খাতিরে একজন প্রিন্সিপাল, ভিসি... পদত্যাগ করুন, সেটা চাই। কোন যাদুবলে আছেন সেটা জানি না। শিক্ষামন্ত্রীকে জানানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আগের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু এখন সংগঠনের নির্দেশ ছাড়া অনুমতি মেলে না।''