Sudip On Mamata: 'মমতা না থাকলে...', দলের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক সুদীপ, পাল্টা কুণাল
Sudip On Mamata: কী এমন বলেছেন তৃণমূল সাংসদ সুদীপ ? যা শুনে বিস্ফোরক কুণাল ঘোষ। বললেন 'অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, সামনে থাকলে...'
![Sudip On Mamata: 'মমতা না থাকলে...', দলের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক সুদীপ, পাল্টা কুণাল Sudip On Mamata: Mamata Banerjee is the face of Indian Politics, claims Sudip Banerjee , Kunal Attack Sudip Sudip On Mamata: 'মমতা না থাকলে...', দলের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক সুদীপ, পাল্টা কুণাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/01/e9a80e37a996352f86cd6d21a98c55021704108046675484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শীর্ষ নের্তৃত্বের মন্তব্যে বিতর্কের ঝড়। দুদিন তৃণমূলে নবীন-প্রবীণ থেকে ছবি বিতর্কের মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। বলেছিলেন 'মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে। পিছন থেকে মমতার ছবিটা সরে গেলে হ্যাঙ্গারে জামা।' আর এদিন দলের প্রতিষ্ঠা দিবসে আরও চাঁছাছোলা ভাষায় নিজের বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)।
এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলায় আলোচনায় থাকে।' আর এরপরেই পাল্টা মন্তব্য কুণাল ঘোষের। তিনি বলেন, 'সুদীপদা তো দেখলেন, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কী ঝাঁঝ। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে, এটা উনি কেন বললেন? অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, সামনে থাকলে ভাব সম্প্রসারণ শুনিয়ে দিতাম', প্রতিক্রিয়া কুণাল ঘোষের।
প্রসঙ্গত, এদিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, 'এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন। জোড়াফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত।' আর এরপরেই মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
দলের রাজ্য সভাপতির উদ্দেশে কুণালের মন্তব্য,'অভিষেকের পিছিয়ে যাওয়ার কথা আসছে কী করে? সুব্রত বক্সীর বাক্য গঠনে সমস্যা আছে। অভিষেকের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য। অভিষেকের ক্ষেত্রে নেতিবাচক শব্দ ব্যবহার হচ্ছে কেন? অভিষেক তো নেতা, নেতৃত্ব দিচ্ছেন, তাঁকে নিয়ে এসব কথা আসছে কেন? সুব্রত বক্সীর উচিত, বাক্য গঠনটি পুনর্বিবেচনা করা।'
আরও পড়ুন, বর্ষবরণের রাতে পিকনিকে নাচতে না দেওয়ায় পিটিয়ে 'খুন' !
মূলত গত কয়েকদিনে ইতিমধ্য়েই আদি-নব্য ইস্যুতে দলের রাশ কার হাতে ? যা নিয়ে সৌগত রায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র-সহ তৃণমূলের একাধিক হেভিওয়েট বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন। সম্প্রতি সব্যসাচী দত্ত বলেছেন, 'আমাদের দলে সাড়ে ১০ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দেন' 'মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছেন, তাই মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালকে বলেন ছিন্নমূল করলাম, লোকে ছিন্নমূল পার্টিকে ভোট দেবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিশ্বাস ভরসা করেন, বিশ্বাস করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড, ভালো কম্যান্ডার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী প্রজন্মকে লিড করছেন। অভিষেক সব জায়গাতেই বলেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদির তুলনা করা যেতে পারে। আমরা মমতাদির ছবি রেখে শোভা বাড়াই।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)