Lawyer Deth: ডিপ্রেশনে আত্মহত্যা, নাকি খুন? আইনজীবীর অন্তর্ধানে জারি রহস্য
আইনজীবীর অন্তর্ধান-রহস্য! ৯ মাস পরও কাটল না ধোঁয়াশা!শিয়ালদা কোর্টের আইনজীবী পার্থ সাহার নিখোঁজ-রহস্যের জট আরও জটিল হল।

জয়ন্ত পাল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী কলকাতা: কোর্টে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান শিয়ালদা কোর্টের (Sealdah Court) আইনজীবী পার্থ সাহা। তাঁর স্ত্রী অভিযোগ করছেন, ৯ মাস পর ডেকে পাঠিয়ে পোশাক, হাড়-খুলি দেখিয়ে দেহ শনাক্ত করতে বলে চিৎপুর থানার পুলিশ। এভাবে দেহ শনাক্তকরণে নারাজ নিখোঁজ আইনজীবীর স্ত্রী।
আইনজীবীর অন্তর্ধান-রহস্য! ৯ মাস পরও কাটল না ধোঁয়াশা!শিয়ালদা কোর্টের আইনজীবী পার্থ সাহার নিখোঁজ-রহস্যের জট আরও জটিল হল। বছর ৪৮-র আইনজীবীর বাড়ি দমদমের (Dumdum) সেভেন ট্যাঙ্কস এলাকায়। পরিবার সূত্রে খবর, ২০২২-এর ১১ অক্টোবর, কোর্টে যাওয়ার কথা বলে বেরোলেও আর বাড়ি ফেরেননি বছর ৪৮-র ক্রিমিনাল ল ইয়ার।
পরদিন চিৎপুর থানায় (Chitpur Police Station) নিখোঁজ ডায়েরি করা হয়। ‘নিখোঁজ’ আইনজীবীর স্ত্রী রূপা সাহা বলছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করেননি, জুনিয়র বলে গতকালই গেছে আজ কোর্টে আসবেন না। আইনজীবীর স্ত্রীর দাবি, দীর্ঘ ৯ মাস পর, ১৯ জুন তাঁকে ফোন করে আরজি কর হাসপাতালে আসতে বলে চিৎপুর থানার (Chitpur Police Station) পুলিশ।
বাড়ির কাছেই একটি পরিত্যক্ত বাড়ি থেকে দেহাংশ উদ্ধার হয়েছে বলে জানানো হয়। পুলিশ পোশাক, খুলি ও হাড়গোড় দেখিয়ে দেহ শনাক্ত করতে বলে, দাবি আইনজীবীর স্ত্রীর।
‘নিখোঁজ’ আইনজীবীর স্ত্রী আরও জানিয়েছেন, আইডেন্টিফাই করতে গিয়ে দেখছি বডি পার্টস কিছু নেই, ওঁরা বললেন হাড়গোড় ছাড়া কিছু মেলেনি। কী করে শনাক্ত করব জামা তো অনেকেরই ওরকম হতে পারে
স্ত্রীর দাবি, দীর্ঘদিন ধরে ডিপ্রেসনে ভুগছিলেন ওই আইনজীবী। মানসিক রোগের চিকিৎসাও চলছিল। তবু এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে নারাজ তিনি। পরিত্যক্ত বাড়িটির যেখান থেকে দেহাংশ উদ্ধার হয়, সেই ঘর সিল করে দিয়েছে চিৎপুর থানার পুলিশ। দেহাংশ উদ্ধারের পর, সঠিক তদন্ত চেয়ে ফের পুলিশের দ্বারস্থ হয়েছেন নিখোঁজ আইনজীবীর স্ত্রী। দেহাংশ কি নিখোঁজ আইনজীবীর? ডিপ্রেশনে আত্মহত্যা, নাকি খুন? খুন হলে নেপথ্যে কী রহস্য়? আইনজীবীর অন্তর্ধান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।






















