Sukanta Majumdar Arrested: গ্রেফতার সুকান্ত মজুমদার, পোদ্দার কোর্টের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ BJP কর্মীদের, কার্যত অবরুদ্ধ লালবাজার চত্বর !
Sukanta Arrested BJP Agitation Starts: সুকান্ত মজুমদারকে গ্রেফতার করতেই তুমুল বিক্ষোভ পোদ্দার কোর্টে...

কলকাতা: প্রথমে আটক। পরে গ্রেফতার করা হয়েছে সুকান্ত মজুমদারকে, জানিয়েছে লালবাজার। শুধু সুকান্তই নন-তিনি-সহ ২৫ জনকে গ্রেফতারকে করা হয়েছে। ঘটনার পরপরই পোদ্দার কোর্টের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। কার্যত অবরুদ্ধ লালবাজার চত্বর।
সুকান্ত-সহ ২৫ জনকে গ্রেফতার করতেই বিক্ষোভ শুরু বিজেপি কর্মীদের
মূলত মূলত লন্ডনে কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা প্রতিবাদী চিকিৎসকের সঙ্গে সুকান্তর দেখা করতে যাওয়ার ইস্যুতেই তুলকালাম হয় ভবানীপুরে। পুলিশি বাধা পেয়ে চিকিৎসকের প্রথমে দেখা না হলেও, পরে নিজেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে চলে আসানে রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়। এরপরেই অ্যাকশন নেয় পুলিশ। ঘটনায় সুকান্ত-সহ ২৫ জনকে গ্রেফতার করতেই বিক্ষোভ শুরু বিজেপি কর্মীদের।
ঠিক কী হয়েছিল এদিন ?
এদিন মূলত ভবানীপুরে চিকিৎসকের বাড়িতে যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ। পুলিশ জানায় চিকিৎসক বাড়িতে নেই, যাওয়া যাবে না, বলে এমনটাই দাবি করেন সুকান্ত। এদিকে বিজেপি ততক্ষণে স্পষ্ট দাবি জানায়, চিকিৎসক বাড়িতেই রয়েছেন। সুকান্ত মজুমদারকে সব কিছু জানাবেন বলে এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। ভিডিও দিয়ে দাবি তোলে বিজেপি। অভিযোগ, এরপরেও সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া হয়নি। ফলত দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর চিকিসকই হেঁটে আসেন সুকান্তর কাছে। মাঝরাস্তায় এরপর সাক্ষাৎ হতেই উত্তেজনা ছড়ায় ভবানীপুরে। প্রথম আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পরে গ্রেফতার করা হয় দুজনকেই।
আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী ও তার প্রশাসনের মাথার ট্রিটমেন্ট করানোর প্রয়োজন আছে : সুকান্ত
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মদুমদার বলেন, 'যেহেতু উনি (চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়) লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সেহেতু এনার জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার সমস্তরকম চেষ্টা রয়েছে প্রশাসন। একজন ডাক্তারবাবু যিনি ৩০ বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন। তাঁর প্রতি কী ট্রিটমেন্ট হওয়া উচিত ?! সেটা একবার ভাবুন। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী ও তার প্রশাসনের মাথার ট্রিটমেন্ট করানোর প্রয়োজন আছে।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















