Sukanta Vs Sufian : 'বড় ডান্ডা হাতের কাছে রাখুন' সুকান্তর হুঙ্কার, ' কিছু করতে পারবেন না' সুফিয়ানের পাল্টা
'ডান্ডা দিয়ে সোজা করে দেবেন' ... মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

পূর্ব মেদিনীপুর : পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে তৃণমূলের কর্মীদের ( TMC ) ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) । রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির ( BJP ) কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন, 'বড় ডান্ডা হাতের কাছে রাখুন। তৃণমূলের কেউ যদি অন্যরকম কিছু করে, এখানে তৃণমূলের যে শেখ সুফিয়ান আছেন, তাঁরা যদি কিছু করেন, তাহলে আগে ডান্ডা দিয়ে সোজা করে দেবেন। তাঁর পরামর্শ, পরে যেন কর্মীরা তাঁকে জানান, দাদা, কোর্স কমপ্লিট হয়ে গেছে। '
সুকান্ত মজুমদারও কিছু করতে পারবেন না : সুফিয়ান
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রত্তুত্তরে তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন, ' সিপিএম তাঁর কোনও ক্ষতি করতে পারেনি। সুকান্ত মজুমদারও কিছু করতে পারবেন না। '
সূত্রের খবর, এবার পঞ্চায়েত ভোট হতে পারে ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে, তার আগেই অব্যাহত হুমকি-হুঁশিয়ারির ট্র্যাডিশন অব্যাহত। একে অন্যকে টেক্কা দিচ্ছেন শাসক-বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনকে পাখির চোখ করে ক্রমেই জমি পোক্ত করার দিকে নজর দিচ্ছে সব পক্ষই। তৃণমূল, বিজেপি যুযুধান দুই পক্ষই একে অপরের দিকে ধারালো বাক্য-বাণ ছুড়ছে। এর আগেও দলীয় কর্মীদের চাঙ্গা করতে ঝাঁঝালো মন্তব্য করতে শোনা যায় সুকান্ত মজুমদারকে।
সুকান্তর হুঁশিয়ারি
বর্ধমানে দলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে কড়া কথায় হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ' মায়ের ওপর যখন আঘাত আসবে, তখন আমরা অস্ত্র ধরতে বাধ্য হই। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসছে নিজের নিজের অঞ্চলকে নিজের নিজের দুর্গে পরিণত করুন, যাতে তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে না পারে এই প্রতিজ্ঞা করুন। ' তিনি আরও বলেন, ' দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আমরাও এ রাজাকে খান খান করে ছাড়ব। এই রানিকে খান খান করে ছাড়ব। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। কাউকে চোখ দেখাবে, ধমকাবে, চমকাবে...আমরা একবছর দেখে নিয়েছি আর আমরা দেখতে রাজি নই। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি যে, আমরা শান্তিপ্রিয় ছেলে মায়ের কিন্তু প্রয়োজনে অস্ত্র হাতে তুলতেও ভয় পাই না।'






















