Sukanta Majumder: 'উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী,' পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর
West Bengal News: হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে পদক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিলেন রাজ্য বিজেপির সভাপতি।
কলকাতা: আর জি কর-কাণ্ডে(R G Kar News) বিচার চেয়ে ফুঁসছে গোটা দেশ। বিচার চাইয়ের স্লোগান বদলে গেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে ফোঁস করার ডাক দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে উস্কানি দেখছে বিজেপি। পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে পদক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিলেন রাজ্য বিজেপির সভাপতি।
কী বলেছেন মুখমন্ত্রী?
এদিন তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপ্রচার, চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরো সাপ তাঁর কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে নিষেধ করেছ, আমি কাউকে কামড়াই না। কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়, ঠাকুর বললেন শোন তোমাকে আমি কামড়াতে নিষেধ করেছি, তোমাকে আমি ফোঁস করতে নিষেধ করিনি, আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।''
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই অমিত শাহকে চিঠি দিয়ে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন রাজ্যে প্রতিহিংসার রাজনীতিতে উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিজেপির সভাপতি বলেন, সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন। নিজে হিংসায় উস্কানি দিচ্ছেন। অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের ওপর আক্রমণ কর, বাংলার মানুষকে মার, পেটো। মুখ্য়মন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই যদি আপনারা ভাবেন, আপনি ভাবেন যে আপনার গুন্ডাবাহিনী তারা বাংলার জনগণের ওপর অত্য়াচার করবে, বাংলার জনগণের ওপর মারধর করবে আর বিজেপি চুপ করে বসে থাকবে। বিজেপি চুপ করে বসে থাকবে না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।