Supreme Court: DA কি আদৌ মৌলিক অধিকার? মানছে না রাজ্য, সুপ্রিম কোর্টে সওয়াল জবাব শুরু
DA Case: গতকালই DA মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তা পিছিয়ে মঙ্গলবার থেকে শুনানি শুরু হয়েছে।

কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা নিয়ে শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে (DA case)। DA সরকারি কর্মীদের আইনি অধিকার বলে সর্বোচ্চ আদালতে দাবি করলেন রাজ্যের সরকারি কর্মীদের আইনজীবী। পাল্টা রাজ্য সরকারের আইনজীবী জানান, DA রাজ্যের সরকারি কর্মীদের আইনি অধিকার নয়। রাজ্যের আর্থিক অবস্থার উপর বিষয়টি নির্ভরশীল। কেন্দ্রীয় সরকার যে হারে DA দেয়, সেই হারেই রাজ্যকেই DA দিতে হবে, এমনটা নিয়ম নয় বলে জানান রাজ্যের আইনজীবী। (Supreme Court)
গতকালই DA মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তা পিছিয়ে মঙ্গলবার থেকে শুনানি শুরু হয়েছে। এদিন শুনানির শুরুতেই আদালত জানতে চায়, DA মৌলিক অধিকারের মধ্যে পড়ে কি না। কারণ DA মৌলিক অধিকার হতে পারে বলে এর আগে কলকাতা হাইকোর্টের রায়ে ইঙ্গিত মিলেছিল। কিন্তু সর্বোচ্চ আদালত আজ জানায়, এমন কিছু পাওয়া যাচ্ছে না, যার আওতায় DA-কে মৌলিক অধিকার বলা যেতে পারে। (West Bengal DA Case)
এদিন আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের সরকারি কর্মীদের আইনজীবীরা। তাঁদের হয়ে আদালতের কক্ষে উপস্থিত ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁরাও জানান, কলকাতা হাইকোর্ট 'পাসিং রেফারেন্স' হিসেবেই কলকাতা হাইকোর্ট ওই মন্তব্য করে। তাঁরাও DA-কে মৌলিক অধিকার বলে মনে করছেন না। তবে তাঁদের মতে, DA পাওয়া রাজ্যের সরকারি কর্মীদের আইনি অধিকার। সেই মর্মেই আদালতে আবেদন জানিয়েছেন সরকারি কর্মীরা।
পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মামলা লড়ছেন শ্যাম দিওয়ান। তিনি বলেন, "DA কোনও আইনি অধিকার নয়। এটা রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে। রাজ্য সরকারই সব ঠিক করবে। রাজ্যের আর্থিক পরিস্থিতি কী, রাজ্যে কোন কোন বিষয় প্রাধান্য পায়, তার উপরই DA-র হার ঠিক করে রাজ্য সরকার। কেন্দ্রের হারে DA দিতে হবে বলে দাবি করতে পারেন না রাজ্য সরকারের কর্মচারীরা। রাজ্যকে বাধ্য করতে পারেন না। এমন কোনও আইনে বলা নেই যে, কেন্দ্রের হারে রাজ্যের সরকারি কর্মচারীদের DA দিতে হবে। মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন পরিস্থিতিতে রাজ্য সরকার বিভিন্ন হারে DA দেয়, যা মেনে নেওয়া উচিত রাজ্যের সরকারি কর্মচারীদের।"
রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে কপিল সিব্বল বলেন, "বিভিন্ন রাজ্যে DA-র হার আলাদা। ১৩টি রাজ্য এমন রয়েছে, যারা কেন্দ্রের হার না মেনে, নিজেদের পরিস্থিতি অনুযায়ী DA-র হার নির্ধারণ করে। সেই নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারও নিজেদের সাধ্য মতো DA দিচ্ছে। এমন নয় যে রাজ্য DA দিচ্ছে না। নিজেদের সাধ্য মতোই DA দিচ্ছে তারা।"
DA মামলা একটি সর্বভারতীয় বিষয়। তাই রোজ মামলার শুনানির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু DA কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে? এই প্রশ্নই বড় হয়ে উঠে আসছে। এর আগে, কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, DA সরকারের দয়ার দান নয়। রাজ্যের সরকারি কর্মীদের হকের পাওনা। কিন্তু সুপ্রিম কোর্টে এ নিয়ে তর্ক শুরু হয়েছে। কেন্দ্রের হারে রাজ্য সরকারকে DA দিতে বাধ্য করা যায় না বলে দাবি করছেন রাজ্য সরকারের আইনজীবীরা।
গত ১৬ মে সুপ্রিম কোর্ট বকেয়া DA-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে। সময় দেওয়া হয়েছিল ছয় সপ্তাহ। কিন্তু ২৭ জুন সেই সময়সীমা পেরিয়ে গেলেও বকেয়া DA দিতে পারেনি রাজ্য। এর পর ফের আদালতের দ্বারস্থ হয়ে আরও ছ'মাস সময় চাওয়া হয় রাজ্যের তরফে। এমনকি যে ২৫ শতাংশ হারে বকেয়া DA দিতে বলা হয়েছিল, তা আদালতে জমা রাখতে চায়। সেই নিয়েই শুনানি শুরু হয়েছে। মূল মামলা শুনে তবেই রায় দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।






















