Supreme Court : ‘বেনামি আবেদন’ মামলা, হাইকোর্টের সিবিআই-নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Calcutta High Court : দ্রুত শুনানি ও গোটা বিষয়ে স্থগিতাদেশ চেয়ে প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভী।
বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদার, নয়াদিল্লি : 'বেনামি আবেদন' মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতির বেঞ্চ তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে। প্রসঙ্গত, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত শিক্ষা সচিবের তলবের ওপরই স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশমতো শুক্রবারই আদালতে হাজির হয়েছিলেন রাজ্যের শিক্ষাসচিব। তিনি আদালতে জানিয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশেই অযোগ্য যাঁরা চাকরি খুইয়েছেন, তাঁদের পরিবারের কথা ভেবেই পুর্নবহালের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল স্কুল সার্ভিস কমিশন। যা নিয়ে হাইকোর্টের প্রবল উষ্ণার মুখেও পড়তে হয়েছে তাঁকে। যদিও গোটা বিষয় নিয়ে সিবিআই তদন্ত সহ একাধিক বিষয়ে স্থগিতাদেশ দেওয়ায় গোটা বিষয় নিয়ে তৈরি হল নতুন কৌতুহল।
সুপ্রিম কোর্টে রাজ্য
কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশ বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চও। যে রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য ও কমিশন। দ্রুত শুনানি ও গোটা বিষয়ে স্থগিতাদেশ চেয়ে প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভী। রাজ্যের আবেদন বিস্তারিতভাবে শুনে কার নির্দেশ প্রসঙ্গে সিবিআই তদন্তের নির্দেশে ও শিক্ষাসচিবকে তলবের নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।
সিবিআই তদন্তের নির্দেশ
‘কার নির্দেশে অযোগ্যদের বাঁচাতে অতিরিক্ত শূন্যপদ তৈরি সিদ্ধান্ত? অবৈধ চাকরিপ্রাপকদের কারা সুরক্ষা দিচ্ছে?' খুঁজতে সিবিআই-নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে জানাতে বলেছিলেন সিবিআইকে। যে নির্দেশ বহাল রাখার পাশাপাশি ‘কীভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন?’ প্রশ্ন তোলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বিস্ফোরক দাবি শিক্ষাসচিবের: এদিকে শূন্যপদ নিয়ে বিস্ফোরক দাবি করলেন শিক্ষাসচিব। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শিক্ষাসচিব বলেন, "অতিরিক্ত শূন্যপদ তৈরি হয় করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে।'' পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, "আইনে সংস্থান নেই, তবু কীভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত? রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে আমি বিস্মিত! আপনি কি জানেন, কমিশনের আইন অনুযায়ী বেআইনি নিয়োগ করা যায় না? তারপরেও কেন তৈরি করা হল বেআইনি শূন্যপদ?'' বেনামি আবেদন’ মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনকে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।