Fake Medicine : লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ কলকাতার সবথেকে বড় পাইকারি বাজারেও? সাময়িক বাজেয়াপ্ত করল রাজ্য ড্রাগ কন্ট্রোল
Kolkata News : কোথায় কোথায় গড়ে উঠেছে মারণ ওষুধের কারখানা? কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে ? আপনার-আমার বাড়িতেও কি হাত ঘুরে চলে এসেছে জাল ওষুধ ?

কলকাতা : সম্প্রতি রাতের ঘুম কেড়ে নিয়েছে, জাল আর নিম্নমানের ওষুধ। ওষুধ খেয়ে সুস্থ হওয়ার বদলে চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়ার উপক্রম মানুষের। গঙ্গার এপারে কলকাতা হোক অথবা ওপারের হাওড়া, দিকে দিকে সক্রিয় জাল ওষুধের চক্র। বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন গোডাউন থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ। জাল ওষুধ তৈরি হচ্ছে কোথায়? কোথায় কোথায় গড়ে উঠেছে মারণ ওষুধের কারখানা? কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে ? আপনার-আমার বাড়িতেও কি হাত ঘুরে চলে এসেছে জাল ওষুধ ? বিরাট এই চক্র আটকাতে সক্রিয় হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল।
জাল এবং নিম্নমানের ওষুধের কারবার ধরতে পাইকারি বাজারে হানা দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। আগেও রাজ্য ড্রাগ কন্ট্রোল দফতরের অভিযানে হাওড়ার আমতা থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২০ লক্ষ টাকার জাল ওষুধ। শুধু হাওড়াই নয়, নামী সংস্থার হার্টের জাল ওষুধ উদ্ধার হয়েছিল আগরপাড়া, টিটাগড় ও নাগেরবাজারেও। আর এবার রাজ্য ড্রাগ কন্ট্রোলের তল্লাশিতে ধরা পড়ল ২০ লক্ষ টাকার জাল ওষুধ।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, হার্ট, ব্লাড প্রেসার, অ্যান্টিবায়োটিক, গ্যাসট্রাইটিস, ফুসফুস, হাঁপানি-সহ ১ হাজার ধরনের ওষুধ পরীক্ষা করা হয়েছে। যেগুলো মূলত অন্য রাজ্য থেকে এসেছে। বুধবারের অভিযানে প্রায় ২০ লক্ষ টাকার ওষুধ সাময়িকভাবে বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গতকাল দুপুরে কলকাতার সবথেকে বড় পাইকারি ওষুধ ব্যবসায়ীদের ডেরা বাগড়ি মার্কেট, মেহতা বিল্ডিং, গান্ধী কমপ্লেক্স, গিরিয়া ট্রেড সেন্টারে অভিযান চালান ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। ৬টি দলে ছিলেন ১৯ জন ড্রাগ ইনস্পেক্টর। অভিযান চালানোর পাশাপাশি, কীভাবে QR কোড স্ক্যান করে জাল ওষুধ ধরতে হবে, পাইকারি ওষুধ ব্যবসায়ীদের তা হাতেকলমে শেখানো হয়।
গত ২১ ফেব্রুয়ারি হাওড়ার আমতায় জাল ওষুধ চক্রের পর্দাফাঁস হয়। মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবহারকারী সংস্থার গুদামে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় ১৭ লক্ষ টাকার জাল ওষুধ। সংস্থার মালিক বাবলু মান্নাকে গ্রেফতার করা হয়। সংস্থার গুদাম থেকে উদ্ধার হওয়া জাল ওষুধের মধ্যে বেশিরভাগই ছিল প্রেসারের মতো অসুখের। তারপরই আরও নড়েচড়ে বসে রাজ্য ড্রাগ কন্ট্রোল। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, জাল ওষুধ কোথায় কোথায় বিক্রি হয়েছে, তা জানতে অভিযান চলছে এবং চলবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
