Suvendu Adhikari On Nabanna Abhijan : ছাত্ররা 'নিখোঁজ' নয় ! 'লাশ ফেলে দেওয়ার ছকে' গ্রেফতার, জানাল পুলিশ, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
'সত্যিটা হল, কেউ নিখোঁজ নন। ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে।' জানাল পুলিশ
![Suvendu Adhikari On Nabanna Abhijan : ছাত্ররা 'নিখোঁজ' নয় ! 'লাশ ফেলে দেওয়ার ছকে' গ্রেফতার, জানাল পুলিশ, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর Suvendu Adhikari Adhikari West Bengal Police Claims 4 arrested for Conspiracy of Murder in Nabanna Abhijan Suvendu Adhikari Challenges Suvendu Adhikari On Nabanna Abhijan : ছাত্ররা 'নিখোঁজ' নয় ! 'লাশ ফেলে দেওয়ার ছকে' গ্রেফতার, জানাল পুলিশ, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/27/29c4dd257c97b18b721afd97641e6fa2172474194686453_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ পুলিশি 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান। আর এই অভিযান রুখতে বেনজির নিরাপত্তা পরিখা তৈরি করেছে রাজ্য। কোনও মিছিল আটকাতে এমন নিরাপত্তার বহর সাম্প্রতিক অতীতে দেখা যায়নি ইদানীং কালের মধ্যে। 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' এর ডাকা এই অভিযানের মাধ্যমে অশান্তি ছড়ানোর ছক করা হয়েছে বলে দাবি করে তৃণমূল। এর পিছনে বিজেপি ও সিপিএমের একাংশের ছক আছে বলেও দাবি করে রাজ্যের শাসক দল। তাই ইতিমধ্যেই অশান্তি পাকানোয় উস্কানির অভিযোগে ঘাটালে গ্রেফতার করা হয়েছে ৩ বিজেপি নেতাকে।
এরই মধ্যে সকাল সকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, মাঝরাতে নিখোঁজ হয়েছেন চার ছাত্রনেতা। নবান্ন অভিযানের আগে এক্স হ্যান্ডলে এই অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। ওই চার
ছাত্রনেতার নাম করে সোশাল মিডিয়ায় বিরোধী দলনেতা দাবি করেন, তাঁরা স্বেচ্ছাসেবকদের খাবার বিলি করতে তাঁরা হাওড়া স্টেশনে আসছিলেন। আচমকাই নিখোঁজ হয়ে যান। তাঁদের খোঁজ মিলছে না, মোবাইল ফোনেও তাঁরা সাড়া দিচ্ছেন না। তিনি সন্দেহপ্রকাশ করেন, এই চার ছাত্রনেতাকে পুলিশ গ্রেফতার বা আটক করে থাকতে পারে। তখনই আবার বিরোধী দলনেতা পোস্ট করে লেখেন, এদের কিছু হয়ে গেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দায়ী থাকবে। হাওড়ার গোলাবাড়ি থানায় বিজেপির তরফে অভিযোগও দায়ের করা হয়। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় চার ছাত্রনেতার পরিবার।
এরই মধ্যে আবার পশ্চিমবঙ্গ পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানায় এই চারজন নাকি নবান্ন অভিযানে 'লাশ ফেলে দেওয়ার ছক'-এ ছিলেন। তাই গ্রেফতার করা হয়েছে ৪ জনকেই। উল্লেখ্য , সোমবারই তৃণমূল ২ টি ভিডিও প্রকাশ করে দাবি করে নবান্ন অভিযানের নামে 'লাশ ফেলে দেওয়ার' পরিকল্পনা করা হয়েছে ।
পশ্চিমবঙ্গ পুলিশ তাদের বিবৃতিতে জানায়, ' গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সত্যিটা হল, কেউ নিখোঁজ নন। ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে, এবং ওঁদের পরিবারের সদস্যদের সেটা জানিয়েও দেওয়া হয়েছে।'
প্রত্যুত্তর দিতে দেরি করেননি বিরোধী দলনেতাও। তিনিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, 'ছাত্রদের পরিবার মহামান্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। ওখানেই দেখা হবে মমতা পুলিশ...। '
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)